images

রাজনীতি

যে কারণে বিমানবন্দরে বিদেশযাত্রায় বাধা পেলেন সাবেক প্রতিমন্ত্রী মিলন

জ্যেষ্ঠ প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৫, ০৭:৩৩ পিএম

বিএনপি নেতা ও সাবেক শিক্ষা প্রতিমন্ত্রী আ ন ম এহসানুল হক মিলন চিকিৎসার জন্য বিদেশ যাওয়ার জন্য বিমানবন্দরে গেলেও তাকে যেতে দেওয়া হয়নি।

বৃহস্পতিবার (৩০ অক্টোবর) বেলা ১১টার দিকে তাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ফেরত পাঠিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

বিষয়টি নিয়ে দিনভর তেমন কোনো আলোচনা না হলেও বিকেলের দিকে খবরটি চাউর হয়। কেউ কেউ অন্তর্বর্তীকালীন সরকারের আমলেও তাকে বিদেশ যেতে বাধা দেওয়ার বিষয়টি নিয়ে কথা বলেছেন।

তবে সাবেক এই প্রতিমন্ত্রী জানিয়েছেন, নিজের ভুলের কারণেই তাকে যেতে দেওয়া হয়নি। তবে রাতে তিনি বিদেশে রওনা হবেন।

ইমিগ্রেশন সূত্র জানায়, চিকিৎসার উদ্দেশ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে ব্যাংকক যাওয়ার কথা ছিল তার। তবে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা থাকায় তাকে দেশ ছাড়তে দেওয়া হয়নি।

এ বিষয়ে ড. মিলন বলেন, আমি পুরোনো পাসপোর্ট নিয়ে গিয়েছিলাম। সেখানে ‘মিলন’ নামটি লেখা নেই। আমার ভুলের কারণে ফিরতে হয়েছে। আমি রাতের ফ্লাইটে ব্যাংকক যাচ্ছি।

বিইউ/এমআর