নিজস্ব প্রতিবেদক
২৮ অক্টোবর ২০২৫, ০৭:৫২ পিএম
বিএনপি ও জামায়াতে ইসলামীর মধ্যে রাজনৈতিক ঐক্য যে ঠুনকো ছিল, তা ২০০৬ সালের ২৮ অক্টোবর প্রমাণিত হয়েছে বলে মন্তব্য করেছেন আমার বাংলাদেশ (এবি) পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু।
মঙ্গলবার (২৮ অক্টোবর) ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কেন্দ্রীয় ছাত্র সংসদ- ডাকসু আয়োজিত ‘রক্তাক্ত ২৮ অক্টোবর স্মরণে’ আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘সমাজ সংসারে একটা কথা প্রচলিত আছে, বিপদে বন্ধুর পরিচয়। কিন্তু বিএনপি-জামায়াতের মধ্যে যে ঐতিহাসিক ঐক্য ও বন্ধুত্ব গড়ে উঠেছিল, তা বিপদের দিনে খুব একটা কাজে লাগেনি, শুধু বিভিন্ন নির্বাচনে বিজয় ছাড়া। বিএনপি-জামায়াতের ঐক্য যে ঠুনকো ছিল তা ২০০৬ সালের ২৮ অক্টোবর এবং ২০২৩ সালের ২৮ অক্টোবরসহ বিভিন্ন বিপদের সময়ে প্রমাণিত হয়েছে।’
২০০৬ সালের ২৮ অক্টোবর পল্টনে আওয়ামী সন্ত্রাসীদের তান্ডবে যে নৃশংস মব ও হত্যাকাণ্ড সংঘটিত হয়েছিল, তারই প্রতিবাদ ও স্মরণে ঢাবিতে ডাকসু আজ এই আলোচনা সভার আয়োজন করে।
২৮ অক্টোবরের স্মৃতিচারণ করে মঞ্জু বলেন, ‘এরকম নৃশংস হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বাংলাদেশে ৭৫-এর পর আবার নতুন করে আওয়ামী লীগের ফ্যসিস্ট রাজনীতির উত্থান ঘটেছে। সেদিনের সেই উন্মাত্ততায় বামপন্থি আদর্শে বিশ্বাসী কিছু রাজনৈতিক দলের সম্পৃক্ততা ছিল আরও বেশি হতাশাজনক।’
তিনি বলেন, ‘২৮ অক্টোবর আওয়ামী লীগের পাশবিক চরিত্র যেমন নতুন প্রজন্মের কাছে উন্মোচিত হয়েছিল, তেমনি জামায়াতের রাজনৈতিক প্রজ্ঞা ও কৌশলগত অদূরদর্শিতার প্রকাশও ঘটেছে।’
এবি পার্টির চেয়ারম্যান বলেন, ‘লগি বৈঠা দিয়ে উন্মত্ত খুনের নেশা যে দলের কর্মীদের চরিত্র হয়ে দাঁড়ায়, সে দলটি কোনোভাবেই রাজনৈতিক দল হতে পারে না।’
পৃথিবীর তাবৎ সন্ত্রাসবাদী দলের নামের কাতারে আওয়ামী ছাত্রলীগ ও যুবলীগের নাম সন্নিবেশিত হওয়া দরকার বলে মনে করেন মঞ্জু। আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ও জাতিসংঘের দৃষ্টিআকর্ষণ করে তিনি আওয়ামী লীগকে মানবতাবিরোধী সন্ত্রাসী দল হিসেবে ঘোষণা করার দাবিও জানান।
ডাকসুর ভিপি সাদিক কাইয়েমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, এনসিপি নেতা আরিফুল ইসলাম আদিব, শিক্ষক নেতা প্রফেসর আতাউর রহমান বিশ্বাস, প্রফেসর মোহাম্মদ মহিউদ্দিন, জামায়াত নেতা ড.শফিকুল ইসলাম মাসুদ, জাহিদুর রহমান, গণঅধিকার নেতা ফারুক হাসান, শহীদ পরিবারের সদস্য, আহত নেতৃবৃন্দসহ বিভিন্ন দলের নেতারা বক্তব্য দেন।
এএইচ