নিজস্ব প্রতিবেদক
০১ আগস্ট ২০২৫, ০৬:৩১ পিএম
শহীদ মিনারে গণসংহতি আন্দোলনের জুলাই গণসমাবেশ শুরু হয়েছে। আজ শুক্রবার (১ আগস্ট) বিকেলে দলের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকির সভাপতিত্বে কর্মসূচি শুরু হয়েছে।
সমাবেশে নেতারা জানান, বাংলাদেশ যে বহু জাতি ও ধর্মের সেটা এখনও অর্জন হয়নি। নতুন বাংলাদেশ নির্মাণের জন্য আরও লড়াই-সংগ্রামের প্রয়োজন। সেটা জারি রাখা প্রয়োজন।
সমাবেশে অংশ নিয়েছেন সংবিধান সংস্কার কমিশনের সদস্য ফিরোজ আহমেদ, রাজনৈতিক পরিষদের সদস্য তাসলিমা আখতার, নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, ছাত্র ফেডারেশনের সাবেক সভাপতি সৈকত মল্লিক, সভাপতি মশিউর রহমান রিচার্ড, সাধারণ সম্পাদক সৈকত আরিফ প্রমুখ।
সরেজমিনে দেখা যায়, শহীদ মিনার প্রাঙ্গণে সারাদেশে থেকে দলের নেতাকর্মীরা এসেছে। কর্মীদের মাথায় দলের ব্যান্ড দেখা গেছে। এছাড়া মঞ্চের ফেস্টুনে গণতন্ত্র, ধর্মীয় স্বাধীনতা, সম্প্রীতি ও পক্ষপাতহীনতা লেখা দেখা যায়।
সমাবেশ থেকে অন্তর্বর্তী সরকার ও জাতীয় নাগরিক পার্টিকে (এনসিপি) নিয়ে নতুন অবস্থান সম্বন্ধে জানাবেন জোনায়েদ সাকি।
এএসএল/এফএ