images

জাতীয়

বিশেষ পদ্ধতিতে বাড়ছে ট্রেনের ভাড়া

নিজস্ব প্রতিবেদক

০৯ ডিসেম্বর ২০২৫, ০৭:৩০ পিএম

ট্রেনের ভাড়া বাড়ানোর জন্য বিশেষ পদ্ধতি অবলম্বন করছে বাংলাদেশ রেলওয়ে। এক্ষেত্রে টিকিটের দাম সরাসরি না বাড়িয়ে ‘পয়েন্ট চার্জ’ বাড়িয়ে ভাড়া বৃদ্ধির পথ বেছে নেওয়া হয়েছে।  

এর ফলে দেশের পূর্বাঞ্চলে চলাচলকারী বিভিন্ন ট্রেনের বিভিন্ন আসনে ভাড়া বৃদ্ধি পাচ্ছে সর্বনিম্ন ৫ টাকা থেকে সর্বোচ্চ ২২৬ টাকা। বর্ধিত এই ভাড়া কার্যকর হবে আগামী ২০ ডিসেম্বর থেকে।

পয়েন্ট চার্জ কী?

রেলপথের মধ্যে অবস্থিত সেতু বা অনুরূপ অবকাঠামোর ওপর দিয়ে যাওয়ার জন্য ভাড়ার ওপর আরোপিত একটি অতিরিক্ত মাশুলকে বলা হয় ‘পয়েন্ট চার্জ’। 

নতুন এই হিসাব অনুযায়ী, ১০০ মিটার দৈর্ঘ্যের একটি সেতুকে আড়াই কিলোমিটার পথ হিসেবে গণনা করা হবে। ফলে মূল দূরত্বের হিসাব বাড়িয়ে ভাড়া নির্ধারণ করা হচ্ছে।

রেলের আয় বাড়াতে গত মে মাসে এই ‘পন্টেজ চার্জ’ পুনর্র্নিধারণের মাধ্যমে ভাড়া বৃদ্ধির প্রস্তুতি নেয় রেলওয়ে পূর্বাঞ্চল। পরবর্তী যাচাই-বাছাই ও আনুষ্ঠানিকতা শেষে ডিসেম্বর মাসে এই সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়। 

ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ নিয়ে গঠিত রেলওয়ে পূর্বাঞ্চল সাধারণ ট্রেন ও আন্তনগর ট্রেনের জন্য আলাদা আলাদাভাবে নতুন ভাড়া নির্ধারণ করেছে।

গত ২৫ মে রেলপথ মন্ত্রণালয়ের সচিবের উপস্থিতিতে রেলওয়ের আয় বৃদ্ধি ও ব্যয় কমানো নিয়ে একটি সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় সরাসরি টিকিটের মূল্য না বাড়িয়ে ‘পন্টেজ চার্জ’ সামঞ্জস্যের মাধ্যমে আয় বাড়ানোর পরামর্শ দেওয়া হয়। 

বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের ছয়টি প্রধান রুটে মোট ১১টি সেতুতে এই নতুন পন্টেজ চার্জ আরোপ করা হচ্ছে। রুটগুলো হলো- ঢাকা-চট্টগ্রাম, ঢাকা-কক্সবাজার, ঢাকা-সিলেট, চট্টগ্রাম-সিলেট, চট্টগ্রাম-জামালপুর ও ঢাকা-দেওয়ানগঞ্জ।

কোন রুটে কত ভাড়া বাড়ছে

ঢাকা-চট্টগ্রাম রুটে মেইল ট্রেনের ভাড়া ১৫ টাকা বেড়ে ১৫০ টাকা, শোভন চেয়ার ৪৫০ টাকা এবং স্নিগ্ধা টিকিট ৮৫৭ টাকা নির্ধারণ করা হয়েছে। বিরতিহীন ট্রেনে (সুবর্ণ/সোনার বাংলা) স্নিগ্ধার ভাড়া বেড়ে হবে ৯৪৩ টাকা। কক্সবাজার ও পর্যটক এক্সপ্রেসে এসি বার্থের ভাড়া সর্বোচ্চ ২২৬ টাকা বেড়ে হবে ২,৬৫৬ টাকা করা হচ্ছে।

অন্যদিকে ঢাকা-সিলেট রুটে মেইল ট্রেনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ১৪০ টাকা, স্নিগ্ধা ৭৮৮ টাকা এবং এসি বার্থের ভাড়া ১,৪৬৫ টাকা।

এএইচ