জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ ডিসেম্বর ২০২৫, ০৫:৩৮ পিএম
ঢাকা মহানগর পুলিশ (ডিবি) গুলশান বিভাগের পৃথক অভিযানে ৬ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ তিনজন মাদক কারবারিকে গ্রেফতার করা হয়েছে। তারা হলেন- রফিক (৬৩), মোসা. শামসুন্নাহার মুন্নি (৪০) ও রাসনা আক্তার (৪২)।
ডিবি গুলশান বিভাগ সূত্র জানায়, সোমবার রাতে মালিবাগ চৌধুরীপাড়া এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রফিককে গ্রেফতার করেছে ডিবি গুলশান বিভাগের একটি দল।
অপরদিকে একই রাতে দারুস সালাম থানাধীন গাবতলী এলাকায় অভিযান চালিয়ে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ মোসা. শামসুন্নাহার মুন্নিকে গ্রেফতার করে ডিবি গুলশান বিভাগের সংঘবদ্ধ অপরাধ ও গাড়ি চুরি প্রতিরোধ টিম।
একই রাত দুইটার দিকে কল্যাণপুর, দারুস সালাম থানা এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে ২ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ রাসনা আক্তারকে গ্রেফতার করে ডিবি গুলশান টিম।
ডিবি সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃতরা মাদক কারবারি চক্রের সক্রিয় সদস্য। তারা উদ্ধারকৃত ইয়াবা বিক্রির জন্য তাদের কাছে রেখেছিল বলে প্রাথমিক তদন্তে জানা যায়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
এএইচ