জ্যেষ্ঠ প্রতিবেদক
০৯ ডিসেম্বর ২০২৫, ১০:১৭ এএম
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে মনোনয়নপত্র দাখিলকারী প্রার্থীদের ঋণখেলাপি সংক্রান্ত সঠিক ও পূর্ণাঙ্গ তথ্য দ্রুত প্রস্তুত করার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ জন্য সম্ভাব্য প্রার্থী ঋণগ্রহীতার জাতীয় পরিচয়পত্র, টিআইএনসহ পরিচিতিমূলক তথ্য এখনই হালনাগাদ করতে বলা হয়েছে। নির্বাচনকালীন ঋণতথ্য ভাণ্ডার যেন আরও যথার্থ, নির্ভরযোগ্য এবং মানসম্মত হয় সে বিষয়ে ব্যাংকগুলোকে এখন থেকেই নজর দিতে বলা হয়েছে।
চার নির্দেশনার মধ্যে রয়েছে– প্রথমত, বাংলাদেশ ব্যাংকের ঋণ শ্রেণীকরণ নীতিমালা ও পরিদর্শনের ভিত্তিতে দেওয়া নির্দেশনা অনুযায়ী সঠিক শ্রেণিমানে রিপোর্ট করতে হবে।
এ ছাড়া সিআইবি ডেটাবেজে ব্যাংকগুলোর সব ঋণের তথ্য রিপোর্টিং নিশ্চিত করতে হবে। এ ক্ষেত্রে কারও ‘আনরিপোর্টেড’ বা গোপন ঋণ থাকলে তা সিআইবি ডেটাবেজে থাকতে হবে।
দ্বিতীয়ত, ক্রেডিট কার্ডের নন-ট্রানজেকশনাল ফি অপরিশোধিত থাকলে গ্রাহককে খেলাপি করা যাবে না। ক্রেডিট কার্ডে লেনদেন-সংক্রান্ত দায় না থাকা সত্ত্বেও শুধু অপরিশোধিত নন-ট্রানজেকশনাল ফির কারণে সিআইবিতে কেউ খেলাপি থাকলে শ্রেণিমান সংশোধনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।
তৃতীয়ত, সিআইবি ডেটাবেজে ঋণগ্রহীতাসহ সংশ্লিষ্ট সব ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য হালনাগাদ করার বিষয়ে জরুরি ভিত্তিতে উদ্যোগ নিতে হবে। এ ছাড়া সব স্বার্থসংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানের তথ্য যথাযথভাবে সিআইবি ডেটাবেজে রিপোর্ট করতে হবে।
চতুর্থত, খেলাপি ঋণের কারণে মহামান্য হাইকোর্টে ঋণগ্রহীতার দায়ের করা সিআইবি-সংশ্লিষ্ট মামলা দ্রুত নিষ্পত্তির জন্য আইনজীবী নিয়োগসহ যথাযথ ব্যবস্থা নিতে হবে। আর যে সব মামলা মেয়াদোত্তীর্ণ হয়েছে এবং ইতোমধ্যে খারিজ হয়েছে, সে বিষয়ে জরুরি ভিত্তিতে সিআইবিকে অবহিত করতে হবে।
টিএই/এমআই