images

জাতীয়

পোস্টাল ভোট: ভুয়া রেজিস্ট্রেশন রোধে থাকছে ব্লকিং ব্যবস্থা

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর ২০২৫, ১২:৪৫ পিএম

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রথম বারের মতো প্রবাসী ভোটাধিকার নিশ্চিতে ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন কার্যক্রম পরিচালনা করছে নির্বাচন কমিশন (ইসি)। তবে এতে অনেকেই এক দেশে বাসবাস করলেও অন্য দেশের ঠিকানা দিয়ে নিবন্ধন করছেন। 

এজন্য এখন থেকে কোনো প্রবাসী স্ব-স্ব ঠিকানা না দিয়ে ভিন্ন কোনো দেশের ঠিকানা দিয়ে নিবন্ধন করলেই সঙ্গে সঙ্গে ওই ডিভাইসটি অ্যাপ ব্লক করে দেবে বলে জানিয়েছে সংস্থাটি।

শনিবার (৬ ডিসেম্বর) নির্বাচন কমিশন এ তথ্য জানায়।

ইসি জানায়, ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপ ব্যবহার করে ভোটদানের সময় এক দেশে অবস্থান করে অন্য দেশের নামে রেজিস্ট্রেশনের চেষ্টা করলে ওই ডিভাইসটি ব্লক করে দেওয়া হবে।

ইসি আরও জানায়, কেউ ভুল নাম্বার ব্যবহার করে বারবার নিবন্ধনের চেষ্টা করলেও মোবাইল বা ডিভাইসটি ব্লক করে দেওয়া হবে। এছাড়া ভিপিএন ব্যবহার করে অন্য কোনো ঠিকানা করা যাবে না নিবন্ধন। 

ইসি কর্মকর্তা বলেন, ‘বিগত পোস্টাল ব্যালট অকার্যকর ছিল। এজন্য আইটি সাপোর্টেড পোস্টালে ভোট নেওয়ার সিদ্ধান্ত নিয়ে তা বাস্তবায়নও করেছে কমিশন। প্রবাস থেকে ভালো সাড়া পাচ্ছি। এখন আইনি হেফাজতে থাকা ব্যক্তি, ভোটের দায়িত্বে নিয়োজিতদের নিবন্ধন সময় আসলে বোঝা যাবে তারা কতটা আগ্রহী।’

গত ১৯ নভেম্বর থেকে নিবন্ধন কার্যক্রম শুরু হয়েছে। বিদেশে বসবাসকারী বাংলাদেশিদের ভোটার নিবন্ধন সময়সীমা ১৮ ডিসেম্বর থেকে বাড়িয়ে ২৫ ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত করা হয়েছে। আইসিপিভি (ইন-কান্ট্রি পোস্টাল ভোট) নিবন্ধনের ক্ষেত্রে তফসিল ঘোষণার পর থেকে ১৫ দিনের জন্য সময় খোলা থাকবে। 

ইসি জানিয়েছে, অ্যাপে নিবন্ধনকারীদের ঠিকানায় পোস্টাল ব্যালট ডাকযোগে পাঠিয়ে দেওয়া হবে। ভোটার ভোট দিয়ে ফিরতি খামে তা আবার রিটার্নিং কর্মকর্তার কাছে পাঠাবেন।

এমএইচএইচ/এমআই