জ্যেষ্ঠ প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৫, ০৭:৫৮ পিএম
গত দুই দিনে রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ২৫৮০টি মামলা করেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। গত বৃহস্পতিবার ও শুক্রবার মামলাগুলো করা হয়।
শনিবার (৮ নভেম্বর) ডিএমপির মিডিয়া বিভাগ সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, ট্রাফিক মতিঝিল বিভাগে ২৪টি বাস, ১১টি ট্রাক, ৩৮টি কাভার্ডভ্যান, ৯৫টি সিএনজি ও ২৭৫টি মোটরসাইকেলসহ মোট ৫৬৭টি মামলা হয়েছে। ট্রাফিক-ওয়ারী বিভাগে ৩৬টি বাস, ২৯টি ট্রাক, ১৯টি কাভার্ডভ্যান, ৩২টি সিএনজি ও ৬৯টি মোটরসাইকেলসহ মোট ২৩৮টি মামলা হয়েছে। ট্রাফিক-তেজগাঁও বিভাগে ১০টি বাস, সাতটি ট্রাক, ১৬টি কাভার্ডভ্যান, ৫৭টি সিএনজি ও ১৪৯টি মোটরসাইকেলসহ মোট ৩৩৪টি মামলা হয়েছে। ট্রাফিক-মিরপুর বিভাগে ১৩টি বাস, সাতটি ট্রাক, ২৪টি কাভার্ডভ্যান, ৩৪টি সিএনজি ও ২৫৩টি মোটরসাইকেলসহ মোট ৪০১টি মামলা হয়েছে।
অন্যদিকে ট্রাফিক-গুলশান বিভাগে ১৪ টি বাস, ৮টি ট্রাক, ৯টি কাভার্ডভ্যান, ২৩টি সিএনজি ও ৯৪টি মোটরসাইকেলসহ মোট ২৭২টি মামলা হয়েছে। ট্রাফিক-উত্তরা বিভাগে ২৩টি বাস, ১৮টি ট্রাক, ১৫টি কাভার্ডভ্যান, ৬৬টি সিএনজি ও ১২২টি মোটরসাইকেলসহ মোট ৩৯৯টি মামলা হয়েছে।
ট্রাফিক-রমনা বিভাগে ১৪টি বাস, ১১টি কাভার্ডভ্যান, তিনটি সিএনজি ও ৪৪টি মোটরসাইকেলসহ মোট ১৪২টি মামলা হয়েছে। ট্রাফিক-লালবাগ বিভাগে ৯টি বাস, ১২টি ট্রাক, ৬টি কাভার্ডভ্যান, ২৬টি সিএনজি ও ১৬৬টি মোটরসাইকেলসহ মোট ২৬৭টি মামলা হয়েছে। এছাড়া অভিযানকালে মোট ৬৭৬টি গাড়ি ডাম্পিং ও ১৭৬টি গাড়ি রেকার করা হয়েছে।
ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।
এমআইকে/এএইচ