images

জাতীয়

ভুয়া এনএসআই পরিচয়ে নারীদের ব্ল্যাকমেইল, সেনা অভিযানে গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক

০৬ নভেম্বর ২০২৫, ১২:২৮ এএম

রাজধানীর মিরপুরে এক প্রতারককে গ্রেফতার করেছে সেনাবাহিনী। যিনি গোয়েন্দা সংস্থা এনএসআই কর্মকর্তা পরিচয় দিয়ে বিভিন্ন নারীদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে ব্ল্যাকমেইল করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন।

‎বুধবার (৫ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টায় মিরপুর ১২ নম্বরের পিৎজা রেস্টুরেন্টের সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতের নাম রবিউল ইসলাম।

‎আইনশৃঙ্খলা বাহিনীর সূত্র জানায়, প্রতারক এনএসআই পরিচয় দিয়ে নারীদের সঙ্গে সম্পর্ক করে বিভিন্ন অসামাজিক কর্মে লিপ্ত হয়ে গোপন ভিডিও ধারণ করতো এবং পরবর্তীতে ব্ল্যাকমেইল করে অর্থ দাবি করতো বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে। 

গত ২ মাস আগে এক ভুক্তভোগীকে এনএসআই পরিচয় দিয়ে দুই লাখ টাকা আত্মসাৎ করে এবং তার ফেসবুক আইডি হ্যাক করে তাকে ব্ল্যাকমেইল করে। আজকে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়।

এ ঘটনায় গ্রেফতারকৃতকে জিজ্ঞাসাবাদ শেষে পল্লবী থানায় হস্তান্তর করা হবে।

‎একেএস/এএইচ