নিজস্ব প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২৫, ০৩:২১ পিএম
‘বাংলাদেশ টেলিযোগাযোগ অধ্যাদেশ ২০২৫’-এর খসড়া প্রকাশ করেছে ডাক ও টেলিযোগাযোগ বিভাগ। খসড়াটি বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করে দেওয়া হবে। পাশাপাশি আগামী ১৫ নভেম্বর পর্যন্ত সর্বসাধারণের মতামত চাওয়া৷ হয়েছে।
আজ বুধবার (৫ নভেম্বর) তথ্য অধিদপ্তরের এক বিবরণীতে এ তথ্য জানানো হয়।
তথ্য বিবরণীতে বলা হয়, সংশ্লিষ্ট অংশীজন এবং সর্বসাধারণের অবগতি ও মতামত প্রদানের উদ্দেশ্যে খসড়াটি ডাক ও টেলিযোগাযোগ বিভাগের ওয়েবসাইটে উন্মুক্ত করা হয়েছে। আগামী ১৫ নভেম্বরের মধ্যে ইমেইলে (secretary@ptd.gov.bd) অথবা সচিব, ডাক ও টেলিযোগাযোগ বিভাগ, বাংলাদেশ সচিবালয়, ঢাকা বরাবর ডাকযোগে মতামত প্রদান করার জন্য অনুরোধ জানানো হয়েছে।
প্রস্তাবিত এ অধ্যাদেশে ইন্টারনেট বন্ধের ওপর নিষেধাজ্ঞা আরোপসহ বিদ্যমান আইন ও নীতিতে বেশ কিছু মৌলিক ও যুগোপযোগী পরিবর্তন আনা হয়েছে। এতে স্বচ্ছতা, জবাবদিহিতা ও নাগরিক অধিকারের সুরক্ষা পাবে, এমনটি প্রত্যাশা সংশ্লিষ্টদের।
এমআর/ক.ম