images

জাতীয়

ইলেকট্রিক ভেহিকেল কার্বন নিঃসরণ ও ব্যয় কমাবে: আদিলুর রহমান

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৫, ০২:৪১ পিএম

ইলেকট্রিক যানবাহন দেশের পরিবেশ রক্ষা এবং জ্বালানি ব্যয় সাশ্রয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উল্লেখ করে শিল্প এবং গৃহায়ন ও গণপূর্ত উপদেষ্টা আদিলুর রহমান খান বলেছেন, পরিবেশবান্ধব গ্রিন মবিলিটি বাস্তবায়নে বর্তমান সরকার সম্পূর্ণরূপে প্রতিশ্রুতিবদ্ধ। ইলেকট্রিক ভেহিকেল শুধু কার্বন নিঃসরণ কমাবে না, বরং জীবাশ্ম জ্বালানির পেছনে ব্যয় হওয়া মূল্যবান বৈদেশিক মুদ্রা সাশ্রয় করবে এবং সাধারণ মানুষের দোরগোড়ায় আধুনিক পরিবহন সুবিধা পৌঁছে দেবে।

বুধবার (৫ নভেম্বর) টঙ্গীর এটলাস বাংলাদেশ লিমিটেডের কারখানা প্রাঙ্গণে ইলেকট্রিক মোটরসাইকেল বাজারজাত কার্যক্রমের উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানের আয়োজন করে শিল্প মন্ত্রণালয়ের অধীন বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের নিয়ন্ত্রণাধীন রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান এটলাস বাংলাদেশ লিমিটেড (এবিএল)।

আদিলুর রহমান বলেন, এটলাস বাংলাদেশের মতো একটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের মাধ্যমে ইলেকট্রিক ভেহিকেল বাজারে আসা জাতীয় নীতি বাস্তবায়নে একটি তাৎপর্যপূর্ণ পদক্ষেপ। যা দেশের পরিবেশবান্ধব প্রযুক্তি ও টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে শিল্প সচিব মো. ওবায়দুর রহমান বলেন, এটলাস ইভি বাজারে আসায় ক্রেতাদের জন্য গুণগত মান, সাশ্রয়ী মূল্য এবং নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা নিশ্চিত হলো।

তিনি আরও বলেন, দেশের ভেতরে উচ্চ প্রযুক্তির উৎপাদনশীলতা বৃদ্ধি এবং শিল্পনীতির সঙ্গে সামঞ্জস্য রেখে ইলেকট্রিক যানবাহনের জন্য শক্তিশালী ইকোসিস্টেম গড়ে তোলা হচ্ছে। এবিএল–এর এই উদ্যোগ খাতে আরও উদ্ভাবন ও বিনিয়োগকে উৎসাহিত করবে বলেও মন্তব্য করেন তিনি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন— বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল করপোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মু. আনোয়ারুল আলম (অতিরিক্ত সচিব), এবিএল ও বিএসইসি–র পরিচালক, কর্মকর্তা, কর্মচারী, শ্রমিক ও ডিলার প্রতিনিধি।

এএইচ/এএস