জ্যেষ্ঠ প্রতিবেদক
০৪ নভেম্বর ২০২৫, ১১:৫০ পিএম
রাজধানীর কেরানীগঞ্জে পৃথক অভিযান চালিয়ে মাদক মামলায় সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত দুই আসামিকে গ্রেফতার করেছে র্যাব-১০। তারা হলেন- আলী হোসেন (৩০) ও আল আমিন (২৭)।
মঙ্গলবার অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে এলিট ফোর্সটি।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) ও সিনিয়র সহকারী পুলিশ সুপার তাপস কর্মকার বলেন, মাদক মামলায় সাজা ও ওয়ারেন্ট থাকা এই দুই আসামি দীর্ঘদিন ধরে আইনশৃঙ্খলা বাহিনীর চোখ ফাঁকি দিয়ে বিভিন্ন এলাকায় আত্মগোপনে ছিলেন।
তিনি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অপরাধের বিষয়টি স্বীকার করেছেন। পরবর্তীতে তাদেরকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এমআইকে/এমআর