images

জাতীয়

‘ভোটের চ্যালেঞ্জ মোকাবিলায় আনসার বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে’

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৫, ০১:২৪ পিএম

‎ভোটের চ্যালেঞ্জ মোকাবিলায় আনসার বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। ইসিকে সব ধরনের সহযোগিতা করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।

‎সোমবার (৩ নভেম্বর) জাতীয় নির্বাচনে আনসার-ভিডিপির ভোটকেন্দ্রের নিরাপত্তা মহড়া ও চতুর্থ ধাপের আনসার কোম্পানি-প্লাটুন সদস্যদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

‎এ সময় তিনি বলেন, ডিজিটাল রেজিস্ট্রেশনের মাধ্যমে নির্বাচনি দায়িত্ব দেওয়া হবে। এই সংসদ নির্বাচনে প্রায় পাঁচ লাখ সদস্য মোতায়েন করা হবে। এক লাখ ৪৫ হাজার নতুন আনসার সদস্যকে মৌলিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে।

‎তিনি আরও বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আনসার বাহিনী জোরালো ভূমিকা পালন করবে। শুধু নির্বাচনি কার্যক্রমে নয়, নির্বাচনের প্রচারণামূলক কাজেও সহযোগিতা করবে আনসার বাহিনী। ভোটের চ্যালেঞ্জ মোকাবিলায় আনসার বাহিনীকে প্রস্তুত করা হচ্ছে। ইসিকে সব ধরনের সহযোগিতা করা হবে। শুধু নির্বাচনি কার্যক্রমে নয়, নির্বাচনের প্রচারণামূলক কাজেও সহযোগিতা করবে আনসার বাহিনী।

‎একেএস/এফএ