images

জাতীয়

নিহত কালামের পরিবারের জন্য স্থায়ী সমাধান খোঁজা হচ্ছে: ডিএমটিসিএল এমডি

নিজস্ব প্রতিবেদক

০৩ নভেম্বর ২০২৫, ১২:২৪ পিএম

রাজধানীর ফার্মগেটে মেট্রোরেল স্টেশনের নিচ দিয়ে হেঁটে যাওয়ার সময় নিহত পথচারী আবুল কালাম আজাদের পরিবারের জন্য স্থায়ী সমাধান খোঁজা হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মো. ফারুক আহমেদ। তিনি বলেন, নিহতের পরিবারকে তাৎক্ষণিক সহায়তার পাশাপাশি দীর্ঘমেয়াদে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার (৩ নভেম্বর) উত্তরায় ডিএমটিসিএল এর সম্মেলন কক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ফারুক আহমেদ বলেন, ঘটনার পরপরই আমরা নিজেরা ভিক্টিমের পরিবারের সঙ্গে সরাসরি সম্পৃক্ত হই। হাসপাতালে নেওয়া থেকে শুরু করে জানাজা পর্যন্ত সব কিছু ডিএমটিসিএল ও মন্ত্রণালয় যৌথভাবে সম্পন্ন করেছে। এ ছাড়া সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান তাৎক্ষণিকভাবে নিহত ব্যক্তির পরিবারকে ৫ লাখ টাকা সহায়তা দিয়েছেন। তবে এটি জীবনের মূল্য নয়, তাৎক্ষণিক সাহায্য হিসেবেই প্রদান করা হয়েছে।

তিনি আরও বলেন, আমরা শুধু সাময়িক সহায়তা দিয়েই থেমে থাকিনি। আমরা চেষ্টা করছি কীভাবে তার পরিবারকে স্থায়ীভাবে সহায়তা করা যায়। এজন্য গত সপ্তাহে নিহত আবুল কালামের স্ত্রীর সঙ্গে আমার বৈঠক হয়েছে। তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী আমরা একটি চাকরির ব্যবস্থা করেছি। তিনি যখন সার্টিফিকেট ও জাতীয় পরিচয়পত্র জমা দেবেন, তখনই চাকরিটি কার্যকর হবে।

ডিএমটিসিএল এমডি বলেন, ওনার হয়তো অনার্স সম্পন্ন করতে আরও ছয় মাস সময় লাগবে। অনার্স শেষ হলে তার শিক্ষাগত যোগ্যতা অনুযায়ী পদোন্নতির সুযোগ রাখা হয়েছে। আমাদের লক্ষ্য শুধু ক্ষতিপূরণ নয়, বরং একটি স্থায়ী সমাধান নিশ্চিত করা, যাতে নিহতের পরিবার ভবিষ্যতে আর্থিকভাবে নিরাপদ থাকে।

তিনি জানান, এই ঘটনাকে আমরা অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচনা করছি। আমাদের উদ্দেশ্য দায়সারা সহায়তা নয়, বরং এমন একটি কাঠামো তৈরি করা যাতে দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবার দীর্ঘমেয়াদে স্থিতিশীল জীবনে ফিরে আসতে পারে।

এএইচ/এফএ