জ্যেষ্ঠ প্রতিবেদক
০২ নভেম্বর ২০২৫, ০৯:৪৪ পিএম
রাজধানীর চকবাজারে কারারক্ষীদের বহনকারী একটি প্রিজন ট্রাকের ধাক্কায় মো. সোহাগ (৩০) নামে এক ঠেলাগাড়ি শ্রমিক নিহত হয়েছেন। রোববার (২ নভেম্বর) দুপুরে নাজিমউদ্দিন রোডের বড় মসজিদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত সোহাগ বরিশালের মুলাদী থানার পোদ্দার পূর্বচর গ্রামের দুলাল মিয়ার ছেলে। জীবিকার তাগিদে তিনি চকবাজার এলাকায় বসবাস করতেন ও ঠেলাগাড়ি চালাতেন।
নিহতের সহকর্মী আশরাফুল জানান, দুপুরের দিকে তারা দুজন ঠেলাগাড়ি নিয়ে নাজিমউদ্দিন রোড দিয়ে যাচ্ছিলেন। এসময় কারারক্ষীদের বহনকারী প্রিজন ট্রাকটি সোহাগের গাড়িকে সজোরে ধাক্কা দেয়। এতে তিনি ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর স্থানীয়রা সোহাগকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেন। সেখানে চিকিৎসক দুপুর পৌনে দুইটার দিকে তাকে মৃত ঘোষণা করেন।
ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক জানান, সোহাগকে মৃত অবস্থায় হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়। মরদেহ মর্গে রাখা হয়েছে এবং সংশ্লিষ্ট থানাকে বিষয়টি জানানো হয়েছে।
স্থানীয়রা জানিয়েছেন, দুর্ঘটনার পর তারা প্রিজন ট্রাকটি আটক করে চালককে পুলিশে সোপর্দ করেছেন।