নিজস্ব প্রতিবেদক
০২ নভেম্বর ২০২৫, ১২:৫৪ পিএম
কাতারের নিরাপত্তা ও সার্বভৌমত্বের প্রতি যেকোনো হুমকির বিরুদ্ধে বাংলাদেশের দৃঢ় সংহতি পুনর্ব্যক্ত করেছেন পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।
শনিবার বাহরাইনে চলমান ২১তম আইআইএসএস মানামা ডায়ালগের ফাঁকে কাতারের পররাষ্ট্রবিষয়ক মন্ত্রী সুলতান বিন সাদ বিন সুলতান আল মুরাইখির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে এমন আশ্বাস দেন তিনি। পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।
বৈঠকে দুই পক্ষ দ্বিপাক্ষিক নানা বিষয়ে আলোচনা করেন এবং দুই দেশের সহযোগিতা ও পারস্পরিক বোঝাপড়া আরও গভীর করার বিষয়ে গুরুত্বারোপ করেন।
তৌহিদ হোসেন বাংলাদেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোতে কাতারের ধারাবাহিক সহযোগিতা ও রোহিঙ্গা সংকট সমাধানে দেশটির প্রতিশ্রুতির প্রশংসা করেন।
আলাদা এক বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা এশিয়ায় রাজনৈতিক সংলাপ, আঞ্চলিক শান্তি ও সহযোগিতা বৃদ্ধিতে আরও সক্রিয় ভূমিকা রাখার বিষয়ে সিআইসিএ মহাসচিবের সঙ্গে মতবিনিময় করেন।
২১তম মানামা সংলাপে অংশ নিচ্ছেন তৌহিদ হোসেন। যেখানে বিশ্বনেতা, পররাষ্ট্রমন্ত্রী ও নীতিনির্ধারকেরা গুরুত্বপূর্ণ আঞ্চলিক ও আন্তর্জাতিক নিরাপত্তা ইস্যু নিয়ে আলোচনা করছেন।
এমআর