নিজস্ব প্রতিবেদক
৩১ অক্টোবর ২০২৫, ০১:৫৭ পিএম
ঝটিকা মিছিল ও মিছিলের প্রস্তুতির সময় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ২৯ নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
শুক্রবার (৩১ অক্টোবর) ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার মুহাম্মদ তালেবুর রহমান এ তথ্য জানান।
তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থান থেকে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ২৯ জনকে গ্রেফতার করেছে ডিএমপি। ঝটিকা মিছিল করার সময় তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের নামপরিচয় জানাননি তিনি। বিকেল চারটায় ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে তাদের ব্যাপারে বিস্তারিত জানানো হবে জানান পুলিশের এই কর্মকর্তা।
একেএস/এমআর