images

শিক্ষা / জাতীয়

অধ্যক্ষ নজরুলের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ

নিজস্ব প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৫, ০৮:২২ পিএম

বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্টের (বিএনএফ) মহাসচিব ও রাজধানীর মহাখালী দারুল উলুম হোসাইনিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ ড. নজরুল ইসলাম আল-মারুফের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম, স্বেচ্ছাচারিতা ও আর্থিক দুর্নীতির অভিযোগ উঠেছে। এ বিষয়ে সম্প্রতি ঢাকা জেলা প্রশাসকের (ডিসি) কাছে লিখিত অভিযোগ দেওয়া হয়েছে।

২০১৩ সালে ওই মাদরাসায় অধ্যক্ষ হিসেবে নিয়োগ পান নজরুল ইসলাম আল-মারুফ। বিএনএফের সভাপতি আবুল কালাম আযাদ ২০১৪ সালের বিতর্কিত নির্বাচনে ঢাকা-১৭ (গুলশান-বনানী) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হওয়ার পর মাদরাসার গভর্নিং বডির সভাপতি হন। সে সময় স্থানীয়ভাবে শ্রদ্ধেয় ব্যক্তি জায়েদুল হককে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়া হয়।

জাতীয় পর্যায়ে পুরস্কারপ্রাপ্ত এই ঐতিহ্যবাহী মাদরাসাটি তখন ছাত্রছাত্রীতে পরিপূর্ণ ছিল এবং ফলাফলেও ছিল সুনাম। তবে সভাপতি ও অধ্যক্ষ পরিবর্তনের পর প্রতিষ্ঠানটি ধীরে ধীরে অনিয়ম ও দুর্নীতির কেন্দ্রবিন্দুতে পরিণত হয়। অভিযোগ রয়েছে, নিয়োগ-বাণিজ্য, তহবিল তসরুপ, সরকারি বিধান লঙ্ঘন—এমন কোনো অনিয়ম নেই, যা করা হয়নি। এসবের প্রতিবাদ করায় মেধাবী ছাত্রদের ‘শিবির ট্যাগ’ দিয়ে হোস্টেল থেকে বহিষ্কার করা হয়। এতে আবাসিক শিক্ষার্থীর সংখ্যা প্রায় শূন্য হয়ে পড়ে।

picture.jpg-

অনুসন্ধানে জানা গেছে, মাদরাসার প্রায় সব কার্যক্রমই এখন অধ্যক্ষের একক সিদ্ধান্তে পরিচালিত হচ্ছে। গভর্নিং বডিকে নিজের নিয়ন্ত্রণে রেখে তিনি বাজেট প্রণয়ন, আয়-ব্যয়ের হিসাব, অডিট, ব্যাংকে অর্থ জমা, শিক্ষক-কর্মচারী নিয়োগ ও বহিষ্কার—কোনো ক্ষেত্রেই সরকারি বিধি বা কমিটির অনুমোদন অনুসরণ করছেন না। ফলে প্রতিষ্ঠানটি কার্যত ধ্বংসের মুখে পড়েছে।

৫ আগস্টের রাজনৈতিক পরিবর্তনের পরও অধ্যক্ষ নজরুলের এসব অনিয়ম অব্যাহত রয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। সম্প্রতি অভিভাবক প্রতিনিধি, দাতা ও প্রতিষ্ঠাতা সদস্য নির্বাচনে বিধি লঙ্ঘনের অভিযোগ জেলা প্রশাসকের কাছে লিখিতভাবে দেওয়া হলেও সেটি নিষ্পত্তির আগেই তিনি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রবিধান উপেক্ষা করে নিজের পছন্দের ব্যক্তিদের নিয়ে নতুন গভর্নিং বডি গঠন করেছেন এবং তা অনুমোদনের জন্য বিশ্ববিদ্যালয়ে পাঠিয়েছেন বলে জানা গেছে।

picture.jpg-

স্থানীয় বাসিন্দা ও অভিভাবক মাহমুদ হাসান আরিফ এ বিষয়ে জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি বলেন, ‘হাসিনা সরকারের সময় বিএনপিকে বিভক্ত করার লক্ষ্যে বিএনএফ গঠিত হয়, যার প্রতিষ্ঠাতা মহাসচিব ছিলেন বর্তমান অধ্যক্ষ। তিনি এখনো সেই পদে থেকে রাজনৈতিক প্রভাব দেখিয়ে মাদরাসায় অনিয়ম চালিয়ে যাচ্ছেন।’

অভিযোগে বলা হয়, অধ্যক্ষ গোপনে নিজের পছন্দমতো ব্যক্তিদের নিয়ে গভর্নিং বডি গঠনের প্রক্রিয়া সম্পন্ন করেছেন। অভিভাবক প্রতিনিধি নির্বাচনের তফসিল, ভোটার তালিকা বা কোনো তথ্য প্রকাশ করা হয়নি। সভাপতির ক্ষেত্রে যোগ্যতা শিথিল করা হয়েছে এবং শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ক্ষেত্রেও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের প্রবিধান মানা হয়নি।

picture.jpg-

অভিযোগকারীদের দাবি, যারা জেলা প্রশাসকের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন, তাঁদের ভয়ভীতি দেখানো হচ্ছে। অধ্যক্ষের ঘনিষ্ঠ কিছু শিক্ষক, স্থানীয় প্রভাবশালী ব্যক্তি ও মাদরাসার করণীক ফোরকান আহম্মেদ অভিযোগকারীদের হুমকি দিচ্ছেন বলে জানা গেছে। অভিযোগ রয়েছে, অধ্যক্ষের ছত্রচ্ছায়ায় করণীক ফোরকান বেআইনিভাবে প্রশাসনিক ক্ষমতা প্রয়োগ করছেন। শিক্ষকরা বলেন, ‘ফোরকানের বিরোধিতা করলে চাকরি থাকবে না।’ তাঁর বিরুদ্ধে শিক্ষার্থী পেটানো ও আর্থিক অনিয়মের অভিযোগও রয়েছে।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের এক তদন্ত প্রতিবেদনে করণীক ফোরকানের ক্ষমতার অপব্যবহার এবং অধ্যক্ষের প্রশাসনিক দুর্বলতা প্রমাণিত হলেও তৎকালীন গভর্নিং বডির সভাপতি আবুল কালাম আযাদের প্রভাবে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি বলে জানা গেছে।

অভিযোগকারী মাহমুদ হাসান আরিফ বলেন, ‘আমার সন্তান এখন অন্য প্রতিষ্ঠানে ভর্তি হয়েছে। বৈধ অভিভাবক না হলেও জনস্বার্থে অভিযোগ দিয়েছি। আশা করি, সুষ্ঠু তদন্ত শেষে দৃষ্টান্তমূলক ব্যবস্থা নেওয়া হবে।’

picture.jpg-

অভিযোগের পরিপ্রেক্ষিতে গত ১৫ অক্টোবর সহকারী কমিশনার নুসরাত নওশীন স্বাক্ষরিত নোটিশে অধ্যক্ষ নজরুল ইসলাম আল-মারুফকে তিন দিনের মধ্যে লিখিত জবাব দিতে বলা হয়।

অভিযু্ক্ত অধ্যক্ষ ড. নজরুল ইসলাম আল-মারুফ বলেন, যেসব অভিযোগ উঠেছে সেই অভিযোগগুলোর বিষয় নিশ্চয়ই আপনারা জানেন, এই বিষয়ে আমি কোনো মন্তব্য করতে চাই না। 

এ বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা প্রশাসক (ডিসি) তানভীর আহমেদ ঢাকা মেইলকে বলেন, ড. নজরুল ইসলাম মারুফকে এ বিষয়ে শোকজ করা হয়েছে। এখনো শোকজের উত্তর আসেনি। উত্তর পেলে পর্যালোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।

ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. শামসুল আলম এ বিষয়ে বলেন, আমার কাছে দরখাস্ত এসেছে। এ নিয়ে আজকে একটি শক্তিশালী তদন্ত কমিটি গঠন করা হয়েছে। খুব দ্রুতই দুই পক্ষকে ডেকে শুনানি করা হবে। কেউ দুর্নীতি করলে তাকে সামান্যতম ছাড় দেওয়া হবে না বলেও মন্তব্য করেন তিনি।

এএইচ/এআর