জ্যেষ্ঠ প্রতিবেদক
১০ অক্টোবর ২০২৫, ১১:৫২ এএম
‘স্ক্রিনিং জীবন বাঁচায়’ এই প্রতিপাদ্যে বাংলাদেশে আজ পালিত হচ্ছে স্তন ক্যানসার সচেতনতা দিবস। এ ছাড়া অক্টোবর মাস ব্রেস্ট বা স্তন ক্যানসার সচেতনতার মাস হিসেবে বিশ্বব্যাপী পালিত হয়। দেশে প্রতি বছর স্তন ক্যান্সারে মারা যান প্রায় ৭ হাজার এবং আক্রান্ত হন প্রায় ১৩ হাজার নারী। এজন্য লজ্জা নয়, সচেতনতা বাড়ানোর কোনো বিকল্প নেই।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবে এই উপলক্ষে দুটি সংগঠনের শোভাযাত্রা ও র্যালিতে অংশ নেওয়া ব্যক্তিরা এসব কথা জানান। র্যালি ও শোভাযাত্রা প্রেসক্লাব, পল্টন মোড় হয়ে পুনরায় প্রেসক্লাবে এসে শেষ হয়। তারা পৃথকভাবে কর্মসূচি পালন করে স্তন ক্যান্সার বিষয়ে সবাইকে সচেতন হওয়ার জোরালো আহ্বানও জানান।
বাংলাদেশ স্তন ক্যানসার ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানা যায়, দেশে প্রতি বছর ১৩ হাজার নারী নতুন করে স্তন ক্যান্সারে আক্রান্ত হন। মারা যান প্রায় ৭ হাজার নারী। সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিংয়ের অভাবে স্তন ক্যানসার দেরিতে ধরা পড়ায় মৃত্যুর হার কমছে না।
২০১৩ সাল থেকে বাংলাদেশ স্তন ক্যানসার সচেতনতা ফোরামের উদ্যোগে এই দিবসটি পালিত হয়ে আসছে। আজ জাতীয় প্রেসক্লাবের সামনে প্রতীকী গোলাপি শোভাযাত্রা ও সকাল সাড়ে ১০টায় তফাজ্জল হোসেন মানিক মিয়া মিলনায়তনে আলোচনা অনুষ্ঠানে ফোরামের বিভিন্ন সংগঠনের নেতারা অংশ নেবেন। ফোরামের প্রধান সমন্বয়কারী ও ক্যানসার রোগতত্ত্ববিদ অধ্যাপক ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিনসহ বেশ কয়েকজন চিকিৎসক ও বিশেষজ্ঞ এতে অংশ নেওয়ার কথা আছে।
বিশ্ব স্বাস্থ্য সংস্থা ও আন্তর্জাতিক গবেষণা অনুযায়ী, প্রতি আটজন নারীর মধ্যে একজন স্তন ক্যান্সারে আক্রান্ত হতে পারেন। ২০২০ সালে বিশ্বব্যাপী নতুন স্তন ক্যানসার রোগীর সংখ্যা ছিল ২২ লাখের বেশি এবং মৃত্যু হয়েছে প্রায় ৬ লাখ ৮৫ হাজার নারীর। বাংলাদেশে ২০২০ সালে নতুন আক্রান্ত নারীর সংখ্যা ছিল ১৩ হাজার এবং মৃত্যু হয়েছে ৬ হাজার ৭৮৩ জনের।
প্রাথমিক লক্ষণ : স্তন ক্যান্সারের প্রাথমিক লক্ষণগুলোর মধ্যে রয়েছে- স্তনে নতুন চাকা বা লাম্প, স্তনের আকার বা আকৃতিতে পরিবর্তন, চামড়া ফ্যাকাশে, লাল বা ফুলে ওঠা, স্তনবৃন্ত থেকে অস্বাভাবিক তরল নিঃসরণ, বগলে চাকা বা ফোলা। বয়স, লিঙ্গ, পারিবারিক ইতিহাস, ঘন স্তন টিস্যু এবং জীবনধারার কারণগুলোর মাধ্যমে স্তন ক্যান্সারের ঝুঁকি বাড়তে পারে।
সচেতনতা ও প্রাথমিক শনাক্তকরণ : প্রাথমিক পর্যায়ে স্তন ক্যানসার ধরা পড়লে সুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেশি। তিনটি গুরুত্বপূর্ণ ধাপ- ২০ বছর বা তার বেশি বয়সী নারীদের মাসে একবার স্তন পরীক্ষা করা, ডাক্তার বা পেশাদার স্বাস্থ্যকর্মীর মাধ্যমে পরীক্ষা, ২৯-৩৯ বছর বয়সীদের প্রতি ১-৩ বছরে একবার এবং ৪০ বছরের উপরের নারীদের প্রতি বছর পরীক্ষা করা দরকার। বিশেষজ্ঞরা জানান, সামাজিক লজ্জা এবং সচেতনতার অভাবের কারণে অনেক নারী প্রাথমিক পর্যায়ে চিকিৎসা নেন না। তাই সচেতনতা বৃদ্ধি, প্রাথমিক শনাক্তকরণ এবং নিয়মিত স্বাস্থ্য পরীক্ষা করা জরুরি।
পাঁচটি পরামর্শ : ১. নিয়মিত স্ব-পরীক্ষা করা। ২. ৪০ বছর বয়সের পর প্রতি বছর একবার ম্যামোগ্রাফি করা। ৩. সুষম খাদ্য গ্রহণ করা ও ওজন নিয়ন্ত্রণে রাখা। ৪. ধূমপান ও মদ্যপান থেকে বিরত থাকা। ৫. নিয়মিত ব্যায়াম করা।
ওয়ার্ল্ড ক্যান্সার সোসাইটি বাংলাদেশের প্রতিষ্ঠাতা সভাপতি ড. সৈয়দ হুমায়ুন কবির বলেন, আগে স্তন ক্যান্সার মরণব্যাধি হলেও এখন আর নেই। এখন এর পর্যাপ্ত চিকিৎসা ব্যবস্থা রয়েছে। কিন্তু আমরা এই রোগ সম্পর্কে যথেষ্ট সচেতন নই।
তিনি আরও বলেন, আমাদের মায়েরা-বোনেরা এই রোগে আক্রান্ত হলেও লজ্জা বোধ করে বলতে চান না। কিন্তু মনে রাখতে হবে এটি একটি রোগ। রোগকে আগলে রাখা যাবে না।
ড. হুমায়ুন বলেন, এই রোগে আক্রান্তদের পাশে স্বামী, ছেলেসহ নিকট আত্মীয়দেরই থাকতে হবে। সর্বোপরি স্তনে কোন ধরনের দাগ, টিউমার জাতীয় কোনো কিছু কিংবা ঘামাচির মত কিছু থাকলে লজ্জা নিবারণ করে ডাক্তারের শরণাপন্ন হতে হবে। সবমিলিয়ে এ বিষয়ে গ্রাম-গঞ্জে মায়েদের-বোনদের মধ্যে সচেতনতা বাড়াতে হবে।
বাংলাদেশ স্তন ক্যান্সার সচেতনতা ফোরামের প্রতিষ্ঠাতা ও প্রধান সমন্বয়কারী অধ্যাপক ডা. মো. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন বলেন, শুধু সচেতনতার অভাবে দেশে প্রতি বছর স্তন ক্যান্সারে প্রায় ৭ হাজার নারী মারা যায়। আক্রান্ত হচ্ছেন প্রায় ১৩ হাজার নারী।
তিনি আরও বলেন, সচেতনতা ও নিয়মিত স্ক্রিনিংয়ের অভাবে স্তন ক্যানসার দেরিতে ধরা পড়ায় মৃত্যুর হার কমছে না। দেশের প্রায় ৫শ’ সরকারি হাসপাতালে স্ক্রিনিং করার সুযোগ রয়েছে। লজ্জা না করে স্বজনদের জীবন বাঁচাতে সবাইকে সচেতন হতে হবে।
এ সময় স্বাস্থ্য সংস্কার কমিশনের সদস্য ড. সৈয়দ মো. আকরাম হোসেন বলেন, স্তন ক্যান্সার থেকে বাঁচতে সজাগ হওয়া খুবই গুরুত্বপূর্ণ। স্বাস্থ্য সংস্কার কমিশনের সুপারিশে এই বিষয়টি তুলে ধরা হয়েছে। এই ধরনের জটিল রোগীদের স্বাস্থ্য বীমার আওতায় আনা ও ওষুধের দাম কমানোর কথা বলা হয়েছে।
উল্লেখ্য, ১০ অক্টোবর সারাবিশ্বে পালন করা হয় স্তন ক্যান্সার সচেতনতা দিবস। এ বছর দিবসটির প্রতিপাদ্য বিষয় হলো ‘স্ক্রিনিং জীবন বাঁচায়’।
এমআইকে/এফএ