আন্তর্জাতিক ডেস্ক
০৪ নভেম্বর ২০২৫, ০৮:২৫ পিএম
ভারতের মধ্যাঞ্চলীয় রাজ্য ছত্তিশগড়ে একটি যাত্রীবাহী ট্রেনের সঙ্গে পণ্যবাহী ট্রেনের সংঘর্ষে কমপক্ষে ছয়জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আরও অনেকে আহত হয়েছেন, ফলে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছে রেলওয়ে কর্তৃপক্ষ।
ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি জানিয়েছে, মঙ্গলবার বিকাল ৪টার দিকে ছত্তিশগড়ের গাতোরা এবং বিলাসপুর রেলওয়ে স্টেশনের মাঝামাঝি লাল খাদান এলাকায় কাছে এই দুর্ঘটনা ঘটে। স্টেশনে দাঁড়িয়ে থাকা মালবাহী একটি ট্রেনে ধাক্কা দেয় কোরবা যাত্রীবাহী ট্রেনটি। সংঘর্ষের মাত্রা তীব্র হওয়ায় যাত্রীবাহী ট্রেনের সামনের বগিগুলো একেবারে চূর্ণবিচূর্ণ হয়ে গেছে।
বিলাসপুরের পুলিশ সুপার রজনীশ সিং এই দুর্ঘটনায় ছয়জন নিহত হওেয়ার বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘দুর্ঘটনাস্থলে উদ্ধার অভিযান চলছে। আহতদের উদ্ধারের পর কাছের বিভিন্ন হাসপাতালে পাঠানো হচ্ছে।’
এদিকে দুর্ঘটনার পরপরই দেশটির রেলওয়ে বিভাগের বিভিন্ন কর্মকর্তা, স্থানীয় প্রশাসন এবং জাতীয় দুর্যোগ মোকাবিলা বাহিনী (এনডিআরএফ) ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার তৎপরতা শুরু করে।
দুর্ঘটনাস্থলের ভিডিও ফুটেজে দেখা যায়, যাত্রিবাহী ট্রেনটির একটি বগি মালগাড়িটির উপরে উঠে গেছে। আরও বেশ কয়েকটি বগি রেললাইন থেকে ছিটকে পড়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপের ভেতরে আটকে পড়া জীবিতদের খোঁজে তল্লাশি শুরু করেছেন।
রেল কতৃপক্ষ জানিয়েছে, আহতদের দ্রুত চিকিৎসার জন্য সমস্ত ব্যবস্থা নেওয়া হয়েছে। তবে কী কারণে এই দুর্ঘটনা ঘটল, স্বাভাবিক ভাবেই এখনও তা স্পষ্ট নয়।
প্রসঙ্গত, গত কয়েক বছরে ভারতের একাধিক রেল দুর্ঘটনা ঘটেছে। এরমধ্যে সবচেয়ে ভয়াবহ দুর্ঘটনা ঘটে ২০২৩ সালের জুনে করমণ্ডল এক্সপ্রেসে। ওড়িশার বালেশ্বরে এই দুর্ঘটনায় প্রায় ৩০০ জনের প্রাণহানি ঘটে। আহতের সংখ্যা ছিল প্রায় হাজার।
সূত্র: এনডিটিভি
এমএইচআর