images

আন্তর্জাতিক

ব্রিটিশ নারী সেনারা যৌন-হেনস্থার শিকার

আন্তর্জাতিক ডেস্ক

০২ নভেম্বর ২০২৫, ০১:৫৭ পিএম

ব্রিটিশ সেনাবাহিনীতে শত শত নারীর যৌন হয়রানির শিকার হচ্ছেন বলে দেশটির গণমাধ্যমের প্রকাশিত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

ব্রিটিশ গণমাধ্যমে ফাঁস হওয়া একটি প্রতিবেদনে দেখা গেছে যে গত পাঁচ দশক ধরে দেশটির সেনাবাহিনীতে মেডিকেল পরীক্ষার সময় শত শত নারী যৌন হয়রানির শিকার হয়েছেন, যাদের মধ্যে কিছু কিছু ঘটনা মামলা পর্যন্ত গড়িয়েছে। খবর দ্যা গার্ডিয়ান ও স্কাই নিউজের। 

uk2

এই খবর প্রকাশের প্রেক্ষাপটে এ সংক্রান্ত  কেলেঙ্কারির তদন্তের জন্য জনসাধারণের চাপ বৃদ্ধির মুখে ইংল্যান্ডের উইল্টশায়ার পুলিশ ঘোষণা করেছে যে তারা ১৯৭০ থেকে ২০১৬ সাল পর্যন্ত সামরিক চিকিৎসা পরীক্ষার সঙ্গে সম্পর্কিত অভিযোগগুলো তদন্ত করবে।

প্রতিবেদনগুলিতে বলা হয়েছে যে উইল্টশায়ার পুলিশ বা প্রতিরক্ষা মন্ত্রণালয় কেউই সেনাবাহিনীতে মেডিকেল পরীক্ষার সময় যৌন নির্যাতনের শিকার হওয়ার দাবি-করা মেয়ে এবং নারীদের সংখ্যা সম্পর্কে মন্তব্য করবে না। 

গার্ডিয়ান পত্রিকা লিখেছে, পুলিশ যুক্তরাজ্যের বিভিন্ন সামরিক স্থানে নির্যাতনের অভিযোগ তদন্ত করছে এবং কর্মকর্তারা বিশ্বাস করেন যে অভিযোগগুলোর পিছনে বেশ কয়েকটি নিয়ামক থাকতে পারে।

ইউরোপের আরেক দেশ জার্মানীতেও ব্যাপক নিরাপত্তাহীনতায় আছেন নারীরা। জার্মান রাজনীতিবিদ, লেখিকা ও পরিবেশ কর্মী লুইসা নিউবাউয়ার, অভিবাসীদের সম্পর্কে দেশটির চ্যান্সেলরের সাম্প্রতিক বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, জার্মানিতে নারীরা নিরাপদ নন। 

এই রাজনৈতিক কর্মী জোর দিয়ে বলেন, এই দেশে নারীরা নিরাপদ নয়, অর্ধেকেরও বেশি জার্মান নারী জনসমাগমের স্থানে নিরাপদ বোধ করেন না

এক জনমত জরিপে দেখা গেছে. জার্মানির অর্ধেকেরও বেশি নারী পাবলিক প্লেস বা জনসমাগম হয় এমন সব স্থানেই অনিরাপদ বোধ করেন। 

সিভে পোলিং ইনস্টিটিউট কর্তৃক পরিচালিত এবং ১৮ বছর বা তার বেশি বয়সী ৫,০০০ প্রাপ্তবয়স্কদের উপর পরিচালিত এই জরিপে দেখা গেছে যে জার্মানির ৫৫ শতাংশ নারী বলেছেন যে তারা রাস্তাঘাট, গণপরিবহন, পার্ক, ক্লাব এবং ট্রেন স্টেশন সহ সকল জনসমাগমের স্থানে অনিরাপদ বোধ করেন।

নাইটক্লাব ও ট্রেন স্টেশনগুলোকে সবচেয়ে অনিরাপদ স্থান হিসেবে বিবেচনা করা হচ্ছে জার্মানিতে।

-এমএমএস