images

আন্তর্জাতিক

আরও ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিল ইসরায়েল

আন্তর্জাতিক ডেস্ক

৩১ অক্টোবর ২০২৫, ০৭:০৮ পিএম

দুই ইসরায়েলি জিম্মির মরদেহের বিনিময়ে ৩০ ফিলিস্তিনির মরদেহ ফেরত দিয়েছে ইসরায়েল। শুক্রবার (৩১ অক্টোবর) গাজার খান ইউনিসের আল নাসের হাসপাতালে মরদেহগুলো পৌঁছে দেয় আন্তর্জাতিক রেড ক্রস কমিটি (আইসিআরসি)। এ নিয়ে যুদ্ধবিরতি চুক্তির অধীনে গত ১৪ অক্টোবর থেকে এখন পর্যন্ত মোট ২২৫ ফিলিস্তিনির মৃতদেহ ফেরত দেয় দখলদাররা। 

নাসের হাসপাতালের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘আজ আন্তর্জাতিক রেড ক্রস কমিটির মাধ্যমে ইসরায়েলি দখলদারদের থেকে মুক্তিপ্রাপ্ত ৩০ জন ফিলিস্তিনি শহীদের মৃতদেহ হাসপাতালে পৌঁছেছে। এসব মরদেহের বেশিরভাগেই নির্যাতনের চিহ্ন রয়েছে, অনেকের হাত বাঁধা, চোখ বাঁধা, মুখ বিকৃতি ছিল। এছাড়াও এসব মরদেহের কোনো নাম-পরিচয়ও জানায়রি ইসরায়েলি কতৃপক্ষ।’

এরআগে বৃহস্পতিবার রাতে দুই ইসরায়েলি জিম্মির মরদেহ ফেরত পাঠায় হামাস। এই মরদেহ বিনিময় গত ১০ অক্টোবর থেকে গাজায় কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের অংশ। এতে যুক্তরাষ্ট্রের তত্ত্বাবধানে মিশর, কাতার এবং তুরস্কের মধ্যস্থতায় ইসরায়েল ও হামাসের মধ্যে বন্দী ও মৃতদেহ বিনিময় অন্তর্ভুক্ত রয়েছে।

এর আগে গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছিল, ইসরায়েলি অবরোধ এবং ল্যাবরেটরি ধ্বংসের কারণে গাজার ফরেনসিক সুবিধাগুলো সম্পূর্ণ বন্ধ হয়েছে গেছে। এতে ইসরায়েল থেকে পাঠানো পরিচয়হীন ফিলিস্তিনিদের মরদেহ শনাক্ত করতে বেগ পেতে হচ্ছে। যদিও শারীরিক চিহ্ন বা পোশাকের মাধ্যমে কিছু মরদেহ শনাক্ত করতে সক্ষম হয়েছে তাদের পরিবার। 

নিখোঁজ ফিলিস্তিনিদের নিয়ে কাজ করা একটি স্থানীয় সংস্থার তথ্য অনুসারে, যুদ্ধবিরতির আগে ইসরায়েল ৭৩৫টি ফিলিস্তিনি মরদেহ আটকে রেখেছিল। এছাড়াও ২০২৪ সালের ১৬ জুলাইয়ে প্রকাশিত ইসরায়েলি সংবাদপত্র হারেটজ-এর একটি প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি সেনাবাহিনী দক্ষিণ ইসরায়েলের কুখ্যাত এসডিই তাইমান সামরিক ঘাঁটিতে প্রায় ১ হাজার ৫০০ ফিলিস্তিনির মরদেহ আটকে রেখেছে।

সূত্র: আনাদোলু

এমএইচআর