আন্তর্জাতিক ডেস্ক
৩০ অক্টোবর ২০২৫, ০৪:৪৭ পিএম
গত মাসে নেপালের দুর্নীতিবিরোধী ও সরকার পতনের বিক্ষোভে নেতৃত্ব দেওয়া ‘জেন জি’ অর্থাৎ তরুণদের সঙ্গে প্রথমবারের মতো বৈঠক করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি। একই সময়ে নেপালে প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গেও আলোচনা করেছেন তিনি।
বৃহস্পতিবার সুশীলা কার্কির মিডিয়া সমন্বয়কারী রাম রাওয়াল জানিয়েছেন, বুধবার দেশের সকল প্রধান রাজনৈতিক দল এবং যুব প্রতিনিধিদের সঙ্গে চার ঘন্টা বৈঠক করেন প্রধানমন্ত্রী। এসময় ২০২৬ সালের মার্চ মাসের নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য সামনের চ্যালেঞ্জগুলো নিয়ে আলোচনা করেন তারা।
তিনি বার্তা সংস্থা এএফপিকে বলেন, ‘বিক্ষোভের পর অনেকের মধ্যে আস্থার ঘাটতি দেখা দিয়েছে। এই বৈঠক আসন্ন নির্বাচনের জন্য আস্থার পরিবেশ তৈরি করতে সাহায্য করেছে।’
রাওয়াল আরও নিশ্চিত করেন, বৈঠকে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলির দল, নেপালের কমিউনিস্ট পার্টি - ইউনিফাইড মার্কসবাদী লেনিনবাদী (সিপিএন-ইউএমএল) এর প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।
এদিকে বৈঠকের পর এক এক্স বার্তায় অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী সুশীলা কার্কি বলেন, ‘আমরা সংলাপের মাধ্যমে সহযোগিতা ও আস্থার পরিবেশ তৈরি করতে সফল হয়েছি। নতুন প্রজন্ম, রাজনৈতিক দল এবং সরকার সকলের লক্ষ্য একই - সুষ্ঠু, নিরাপদ এবং সময়োপযোগী নির্বাচন অনুষ্ঠান করা।’
প্রসঙ্গত, সামাজিক যোগাযোগমাধ্যম নিষিদ্ধের প্রতিবাদে শন্তিপূর্ণ বিক্ষোভ শুরু করে নেপালের তরুণ প্রজন্ম। তবে নিরাপত্তা বাহিনীর গুলিতে ১৯ জনের প্রাণহানির পর রাজধানী কাঠমাণ্ডুসহ দেশজুড়ে সহিংসতা বিক্ষোভ ছড়িয়ে পড়ে। যার জেরে পদত্যাগ করতে বাধ্য হন সদ্য সাবেক প্রধানমন্ত্রী কেপি শর্মা অলি। তার পদত্যাগের তিন দিনের মাথায় দেশটির অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিলেন সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি। আগামী বছরের মার্চে দেশটিতে জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করেছেন তিনি।
সূত্র: এএফপি
এমএইচআর