আন্তর্জাতিক ডেস্ক
২৮ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ এএম
তুরস্কে ৬ দশমিক ১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় বালিকেসির প্রদেশে সোমবার রাত ১০টা ৪৮ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়। এ নিয়ে তিন মাসের কম সময়ের মধ্যে শহরটিতে দ্বিতীয়বারের মতো ভূমিকম্প হলো।
দেশটির ভূমিকম্প পর্যবেক্ষণ সংস্থার বরাত দিয়ে বার্তা সংস্থা আনাদোলু জানিয়েছে, কম্পনের উৎপত্তিস্থল ছিল বালিকেসির সিন্দির্গি শহরের কাছে, যা ভূপৃষ্ঠ থেকে মাত্র ৫.৯৯ কিলোমিটার গভীরে।
আশপাশের বেশ কয়েকটি অঞ্চলেও কম্পন অনুভূত হয়। ইস্তাম্বুল, বুরসা, মানসিয়া এবং ইজমির প্রদেশেও অনুভূত হয় কম্পন।
তুরস্কের স্বরাষ্ট্রমন্ত্রী আলি ইয়ারলিকায়া জানান, সিন্দির্গিতে বেশ কয়েকটি বাড়িঘর ধ্বংস ও ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে হতাহতের কোনো তথ্য এখন পর্যন্ত পাওয়া যায়নি।
ভূমিকম্পের পর আতঙ্কিত হয়ে লোকজন বাড়িঘর থেকে বেরিয়ে আসেন।
গত আগস্ট মাসেও একই মাত্রার ভূমিকম্প হয়েছিল তুরস্কে। ওই ভূমিকম্পের কেন্দ্রস্থলও ছিল সিন্দির্গিতে। এরপর থেকে বালিকেসির অঞ্চলে নিয়মিত ছোট আকারের কম্পনের খবর পাওয়া যায়।
ভৌগলিক কারণে তুরস্কে মাঝেমধ্যেই ভূমিকম্প হয়। ২০২৩ সালে ৭ দশমিক ৮ মাত্রার ভয়াবহ ভূমিকম্প হয়েছিল দেশটিতে। ওই ভূমিকম্পে ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হন। ক্ষতিগ্রস্ত হয় হাজার হাজার ভবন।
এমআর