images

হেলথ

সিভিল সার্জন পদায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষাৎকার ৯ নভেম্বর

নিজস্ব প্রতিবেদক

০৫ নভেম্বর ২০২৫, ০৭:৫৫ পিএম

সারাদেশের বিভিন্ন জেলায় সিভিল সার্জন পদে পদায়নের লক্ষ্যে যোগ্য প্রার্থীদের তালিকা (ফিটলিস্ট) প্রণয়নে আগামী ৯ নভেম্বর সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাক্ষাৎকার গ্রহণ করবে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

গত রোববার (২ নভেম্বর) স্বাস্থ্যসেবা বিভাগের পার-২ শাখার যুগ্মসচিব সনজীদা শরমিন স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘বিসিএস (স্বাস্থ্য) ক্যাডারের সিভিল সার্জন পদে পদায়নের নিমিত্ত ফিটলিস্ট প্রণয়নের লক্ষ্যে আগামী ৯ নভেম্বর (রবিবার) বেলা ২.৩০টায় এতদসঙ্গে সংযুক্ত তালিকার কর্মকর্তাদের সাক্ষাৎকার স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সভা কক্ষে (ভবন নং-৩, কক্ষ নং-৩৩২, ৪র্থ তলা, বাংলাদেশ সচিবালয়, ঢাকা) অনুষ্ঠিত হবে।’

সাক্ষাৎকারে নোটিসের সঙ্গে সংযুক্ত তালিকার কর্মকর্তাদেরকে যথাসময়ে উপস্থিত থাকতে বলেছে স্বাস্থ্য সেবা বিভাগ।

নোটিসের অনুলিপি স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক, স্বাস্থ্য মন্ত্রণালয়ের একান্ত সচিব, অধিদফতরের পরিচালকসহ (প্রশাসন) সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

এসএইচ/এএইচ