images

হেলথ

আধুনিক স্বাস্থ্যসেবায় অংশীদার হলো উইকেয়ার ও থনবুরি হাসপাতাল

নিজস্ব প্রতিবেদক

১১ অক্টোবর ২০২৫, ১১:৫৭ এএম

বাংলাদেশের জনগণের জন্য সহজলভ্য ও বিশ্বমানের চিকিৎসা সেবা নিশ্চিত করতে একসঙ্গে কাজ করবে উইকেয়ার এবং থনবুরি বামরুংমুয়াং হাসপাতাল। গতকাল শুক্রবার (১০ অক্টোবর) রাজধানীর লেকশোর হাইটস হোটেলে আয়োজিত স্বাস্থ্যসেবা বিষয়ক এক সেমিনারে দুই প্রতিষ্ঠানের মধ্যে এ বিষয়ে দ্বিপাক্ষিক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়।

‘উইকেয়ার উপস্থাপনায়: বাংলাদেশের জন্য থনবুরি বামরুংমুয়াং হাসপাতালের সেবার দৃষ্টিভঙ্গি’ শিরোনামে আয়োজিত এই সেমিনারে দুই প্রতিষ্ঠানের প্রতিনিধিরা বাংলাদেশের রোগীদের জন্য আধুনিক ও প্রযুক্তিনির্ভর চিকিৎসা সেবার রূপরেখা তুলে ধরেন।

উইকেয়ারের চেয়ারম্যান ফাতেমা তুজ জোহরা ও ব্যবস্থাপনা পরিচালক কাজী ইমন অনুষ্ঠানে জানান, উইকেয়ার এমন একটি স্বাস্থ্য ভ্রমণ ব্যবস্থার পরিকল্পনা করছে যার মাধ্যমে বাংলাদেশের রোগীরা আরও সহজে ও সাশ্রয়ী মূল্যে বিদেশে উন্নত চিকিৎসা গ্রহণ করতে পারবেন।

থনবুরি বামরুংমুয়াং হাসপাতালের প্রধান নির্বাহী কর্মকর্তা ড. পিতাকপল বুনইয়ামালিক বলেন, থাইল্যান্ড বহুদিন ধরেই বিশ্বের অন্যতম শীর্ষ চিকিৎসা পর্যটন গন্তব্য। থনবুরি হাসপাতাল সেই ঐতিহ্য ধরে রেখে চিকিৎসা উৎকর্ষ, আধুনিক উদ্ভাবন ও ব্যক্তিকেন্দ্রিক যত্নের অনন্য সমন্বয় তৈরি করেছে।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি বাংলাদেশ ও থাইল্যান্ডের মধ্যে চিকিৎসা সহযোগিতা একটি নতুন সেতুবন্ধ তৈরি করবে। এতে বাংলাদেশের রোগীরা আন্তরিকতা, স্বচ্ছতা ও পেশাদারিত্বে ভরপুর বিশ্বমানের স্বাস্থ্যসেবার সুযোগ পাবেন।

সেমিনারে আরও উপস্থিত ছিলেন থনবুরি হাসপাতালের বিপণন ও ব্যবসা উন্নয়ন পরিচালক কার্নরাওয়ি বাওনথানাতাত, সিনিয়র হাড়বিষয়ক বিশেষজ্ঞ ড. প্রাচ কামলাংসিনসার্ম, হৃদরোগ বিশেষজ্ঞ ড. তান সুওয়াতনাভিরোজ এবং বাংলাদেশের জন্য আন্তর্জাতিক বিপণন সমন্বয়কারী মালবিকা রহমান।

অনুষ্ঠানে হাসপাতাল থেকে চিকিৎসা নেওয়া রোগীরা তাদের ইতিবাচক অভিজ্ঞতা তুলে ধরেন। অনেকেই থনবুরি হাসপাতালের আধুনিক প্রযুক্তি ও মানবিক সেবা বিদেশে চিকিৎসা নেওয়ার প্রক্রিয়াকে অনেক সহজ করে তুলেছে।

সেমিনারে অংশগ্রহণকারীদের জন্য আয়োজন করা হয় লটারির মাধ্যমে বিশেষ পুরস্কার বিতরণী অনুষ্ঠান, যেখানে নির্বাচিত অতিথিরা থনবুরি হাসপাতালের পূর্ণ স্বাস্থ্য পরীক্ষা, ফুসফুস সিটি লো ডোজ ও হৃদপিণ্ডের ক্যালসিয়াম স্কোর টেস্ট প্যাকেজ জিতে নেন।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে স্বাস্থ্যখাতের পেশাজীবী ও অংশীদার প্রতিষ্ঠানগুলোর মধ্যে ভবিষ্যৎ সহযোগিতার সম্ভাবনা নিয়ে মতবিনিময় হয়।

উইকেয়ার কর্তৃপক্ষ জানায়, ভবিষ্যতে তারা আরও আন্তর্জাতিক হাসপাতালের সঙ্গে অংশীদারিত্ব গড়ে তুলবে এবং ২০২৮ সালের মধ্যে নিজস্ব ডিজিটাল স্বাস্থ্যসেবা অ্যাপ চালু করবে। এর মাধ্যমে বাংলাদেশের রোগীরা বিদেশে চিকিৎসা গ্রহণের পুরো প্রক্রিয়াটি এক প্ল্যাটফর্মে সম্পন্ন করতে পারবেন।

উইকেয়ারের কর্মকর্তারা বলেন, এই উদ্যোগ বাংলাদেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় এক নতুন যুগের সূচনা করবে এবং চিকিৎসা ভ্রমণে দেশের ভাবমূর্তি বিশ্বে আরও উজ্জ্বল করবে।

এএইচ/এফএ