images

বিনোদন

প্রতারণার অভিযোগে বাবা-ভাইসহ গ্রেফতার অভিনেত্রী

বিনোদন ডেস্ক

০৯ ডিসেম্বর ২০২৫, ১১:১২ এএম

প্রতারণার অভিযোগে ভারতীয় ছোটপর্দার অভিনেত্রী মাসুমি মেভাওয়ালাকে গ্রেফতার করেছে পুলিশ। এক বৃদ্ধ নারীর কাছ থেকে ১ কোটি ১৭ লাখ টাকা অর্থ আত্মসাতের অভিযোগে, অভিনেত্রীসহ তার বাবা রাজেশ মেভাওয়ালা ও ভাই ভার্গব মেভাওয়ালাকে গ্রেফতার করেছে মুম্বাই পুলিশ। 

পুলিশ জানিয়েছে, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ২৮ নভেম্বর অভিনেত্রীর বাড়ির সন্ধান পাওয়া যায়। এরপর বাড়িতে অভিযান চালিয়ে মাসুমিসহ বাবা-ভাই গ্রেফতার করা হয়। তাঁদের বিরুদ্ধে আর্থিক প্রতিষ্ঠানে আমানতকারীদের স্বার্থ সুরক্ষা আইন, ১৯৯৯ এবং সংশ্লিষ্ট বিভিন্ন ধারায় তাদের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলায় হয়েছে। 

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, একটি কথিত ব্যক্তিগত খাদ্য ব্যাবসা থেকে দৈনিক লাভের প্রতিশ্রুতি দিয়ে ৬০ বছর বয়সি এক নারীর কাছে কোটি টাকার বেশি হাতিয়ে নেন অভিনেত্রী মাসুমির পরিবার।  

অভিযোগের নথি অনুযায়ী, ২০২২ সালে আর্থার রোড কারাগারে তার কারাবন্দি স্বামীর সঙ্গে দেখা করার সময় অভিযোগকারীর স্বামী রাজেশ মেভাওয়ালার সঙ্গে পরিচয় করিয়ে দেন। পরবর্তীতে অভিনেত্রী মাসুমি ও তার ভাই খাদ্য ব্যবসায় বিনিয়োগে উচ্চ মুনাফার কথা বলেন। এই প্রলোভনে প্রথমে ২৫ লাখ অর্থ নেন। মেভাওয়ালা পরিবার বিশ্বাস তৈরির জন্য ওই নারীকে দৈনিক ২০০০ টাকা করে অর্থ দেন। বিশ্বাস করে মোটা অঙ্কের অর্থ বিনিয়োগ করলে হঠাৎ করে লাপাত্তা হয়ে যান মাসুমির পরিবার।

masumi-mewawalla

পুলিশ জানিয়েছে, অধিক মুনাফার আশায় পরিবারটি ১ কোটি ১৭ লাখে বিনিয়োগ করে। বড় অঙ্গেক টাকা নিয়ে অভিযুক্তরা নিখোঁজ হয় এবং তাদের ফোন নম্বর বন্ধ করে দেয়। ২০২৩ সালে রাজেশের জামিন হয় এবং পরের বছর ভুক্তভোগীর অর্থ পরিশোধের জন্য চুক্তি হয়। কিন্তু এরপরও কোনো অর্থ দিতে না পারায় অভিনেত্রীদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

ইএইচ/