বিনোদন ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৫, ০১:০০ পিএম
সড়ক দুর্ঘটনার কবলে পশ্চিমবঙ্গের অভিনেতা ‘একেনবাবু’ খ্যাত অনির্বাণ চক্রবর্তী। ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে উঠে এসেছে এ তথ্য।
আজ শনিবার সকাল দশটার দিকে দুর্ঘটনার কবলে পড়েন অনির্বাণ। টালিগঞ্জ থেকে চারুমার্কেটের দিকে যাওয়ার পথে তার গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয় বাস। অনির্বাণের গাড়ির জানলার কাচ ভেঙে চুরমার হয়ে যায়।
অনির্বাণ বলেন, ‘আমার গাড়ি তখন টালিগঞ্জ রেল ব্রিজের নিচে। একটি বাস এসে আমার গাড়ির পেছনে ধাক্কা মারে। গাড়ির পেছনের দিকটা মারাত্মকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছে। এরপর আমি গাড়ি থেকে নেমে দাঁড়াই। ওই গাড়ির চালক তখন আমাকে বলেন, এটুকুই তো ক্ষতি হয়েছে, আরও বড় কিছু হতে পারত।’
এরপর অনির্বাণ বলেন, ‘পাশ কাটিয়ে যাওয়ার চেষ্টা করতেই আমি দৃঢ কণ্ঠে এর প্রতিবাদ করি। ঘটনাস্থল থেকেই আমি পুলিশের সঙ্গে যোগাযোগ করেছি। প্রথমে টালিগঞ্জ থানার পুলিশ এসে ওই গাড়িটিকে আটকায়।’
আরও বলেন, ‘ঘটনা ঘটেছে টালিগঞ্জ আর চারুমার্কেটের মাঝামাঝি। তবে ঘটনাস্থল ব্রিজের ওপাশে হওয়ায় টালিগঞ্জ থানার পুলিশ আধিকারিকরা আমায় চারুমার্কেট থানায় নিয়ে যান। সেখানে এফআইআর দায়ের হল। এখন আমার গাড়িও ওখানে রয়েছে। আর বাসটাকে নিয়ে আসা হচ্ছে থানায়। তবে একটা কথা বলতে চাই, পুলিশের তরফে খুব সাহায্য পেয়েছি। সেখানকার স্থানীয়রাও সাহায্য করেছেন আমাকে।’
দুর্ঘটনায় গাড়ির ক্ষতি হলেও অনির্বাণের কিছু হয়নি বলে নিশ্চিত করেন তিনি। নিজের শারীরিক অবস্থা ঠিকঠাক বলে জানান।