images

বিনোদন

নারী অবমাননার অভিযোগ, শাহরুখপুত্র আরিয়ানের বিরুদ্ধে মামলা 

বিনোদন ডেস্ক

০৬ ডিসেম্বর ২০২৫, ১২:২০ পিএম

শাহরুখ খানের ছেলে হওয়ায় বেশ সমাদর পান আরিয়ান খান। সম্প্রতি নির্মাতা হিসেবেও পাচ্ছেন বাহবা। তবে মাঝে মাঝে অপ্রত্যাশিত পরিস্থিতির সম্মুখীন হতে হয় তাকে। দিতে হয় খেসারত। এই যেমন এর আগে মাদক মামলায় কারাগারে থাকতে হয়েছিল। এবার ফের মামলা খেলেন।

ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছে, বেঙ্গালুরুর নাইটক্লাবে মধ্যমা প্রদর্শন করে বিপাকে আরিয়ান। কেননা এমন আচরণের মাধ্যমে নারীদের অপমানের অভিযোগ উঠেছে কিংপুত্রের বিরুদ্ধে। 

ariyan_20250817_133430691

এএনআই সূত্রে খবর, সাঙ্কে রোডের বাসিন্দা, আরিয়ানের বিরুদ্ধে বেঙ্গালুরুর পুলিশ কমিশনারের কাছে লিখিত অভিযোগ দায়ের করেছেন আইনজীবী ওয়েইজ হুসেইন এস। অশালীন অঙ্গভঙ্গির কথা উল্লেখ করে অভিযোগ জমা পড়েছে কর্নাটকের রাজ্য মহিলা কমিশনেও। ওই আইনজীবীর দাবি, ওই পাবে সেদিন অনেক নারী হাজির ছিলেন, মধ্যমা দেখিয়ে তাদেরও অপমান করেছেন আরিয়ান। 

ঘটনাটি ঘটেছে ২৮ নভেম্বর। সেদিন ওই নাইটক্লাবে আরিয়ান হাজির হন কর্নাটকের মন্ত্রী জমির আহমেদের ছেলে জায়েদ খান এবং সেখানকার স্থানীয় বিধায়ক এনএ হ্যারিসের পুত্র মোহাম্মদ নালাপদের সঙ্গে। আরিয়ানকে দেখে হুল্লোড় পড়ে যায় ক্লাবে। গান, চিৎকার -চেঁচামেচির মাঝেই আরিয়ানকে স্বাগত জানান তারা।

SBJOA4PKPF5LMJA35ACNR74VOY_20250924_120819670

ওই সময় আরিয়ান ছিলেন ব্যালকনিতে। উপস্থিত সকলের উল্লাস দেখে সেখান থেকেই তাদের মধ্যমা উঁচিয়ে দেখান সদ্য বলিউডে হাতেখড়ি হওয়া এ পরিচালক। সেটি ক্যামেরায় ধরা পড়তেই বিতর্কের শুরু। 

কিউবন পার্ক থানায় হয়েছে মামলা। এরইমধ্যে পুলিশ হানা দিয়েছে ওই ক্লাবে। জিজ্ঞাসাবাদ করেছে ম্যানেজারকে। সিসিটিভি ফুটেছেও দিয়েছে নজর। অকারণে নাকি কোনো নির্দিষ্ট এমন আচরণ আরিয়ানের তা জানতে তৎপর পুলিশ। তবে এ নিয়ে কোনো মন্তব্য করেননি আরিয়ান কিংবা শাহরুখ।