বিনোদন ডেস্ক
০৬ ডিসেম্বর ২০২৫, ১১:৫৪ এএম
কথা ছিল পাকিস্তানি ব্যান্ড কাভিশ আসবে। সঙ্গে থাকবে দেশেরর শিরোনামহীন, মেঘদল। ঢাকার কোর্ট সাইড, মাদানী এভিনিউতে ঝড় উঠবে। কিন্তু গতকাল ৫ ডিসেম্বর অনুষ্ঠিত হয়নি কনসার্টটি। শেষ মুহূর্তে ভেন্যুর অনুমতি না পাওয়ায় কনসার্টটি স্থগিত করেছে আয়োজক প্রতিষ্ঠান প্রাইম ওয়েভ কমিউনিকেশনস।
আয়োজকদের দাবি, সব ধরনের প্রস্তুতি-ভেন্যু, কাগজপত্র, শিল্পীদের পারিশ্রমিক ও প্রয়োজনীয় অনুমতির বেশ কিছু জটিলতা অতিক্রম করা সত্ত্বেও দেশের বর্তমান পরিস্থিতি বিবেচনায় কনসার্ট পুনঃনির্ধারণের পরামর্শ দেওয়া হয়। তাই অনুষ্ঠানটি বাতিল নয়, কেবল স্থগিত করা হয়েছে বলে জানান তারা।
এই কনসার্টে কাভিশ, শিরোনামহীন, মেঘদলসহ ছাড়া আরও কয়েকজন শিল্পীর পারফর্ম করার কথা ছিল। এরই মধ্যে কাভিশ ঢাকায় পৌঁছানোর পর তাদের বিমানবন্দরের ছবি সামাজিক মাধ্যমে প্রকাশ করে আয়োজক
এর আগের দিন বৃহস্পতিবার কাভিশ ঢাকায় পৌঁছানোর পর ব্যান্ড সদস্যদের বিমানবন্দরের কয়েকটি ছবি প্রকাশ করে আয়োজকরা সামাজিক মাধ্যমে জানায় যে ব্যান্ডটি দেশে এসে গেছে। পরে কনসার্ট স্থগিত হওয়ার বিষয়ে ব্যান্ডটির পক্ষ থেকেও একটি ভিডিও বার্তা প্রকাশ করে আয়োজক প্রতিষ্ঠান।