images

বিনোদন

আফসানা মিমির নামে ফেক অ্যাকাউন্ট, অভিনেত্রী বললেন জানি না

বিনোদন ডেস্ক

০৪ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ এএম

তারকাদের নামে ভুয়া ফেসবুক আইডি থাকার খবরটি নতুন কিছু নয়। মাঝে মাঝেই এমনটা শোনা যায়। এবার এ ঘটনা ঘটেছে নব্বইয়ের দশকের জনপ্রিয় অভিনেত্রী আফসানা মিমির সঙ্গে। সামাজিক মাধ্যমে ভুয়া ফেসবুক অ্যাকাউন্ট খুলে অভিনেত্রীর কাছের মানুষ এবং সংবাদকর্মীদের মেসেজ দেওয়ার ঘটনা ঘটেছে। 

এ বিষয়ে আফসানা মিমি জানিয়েছেন, তার কোনো ফেসবুক আইডি নেই এবং তিনি সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করেন না। সংবাদমাধ্যমে অভিনেত্রী বলেন, ‘এটা সম্পূর্ণ ভুয়া। কে বা কারা এসব করছে, আমি জানি না।’ 

তার স্বজন, বন্ধু ও সহকর্মীরাও নিশ্চিত করেছেন যে মিমির নামে চালু হওয়া অ্যাকাউন্টটি মিথ্যা এবং এটি ব্যবহার করা হচ্ছে বিভ্রান্তি তৈরির উদ্দেশ্যে। 

এর আগে কিংবদন্তি অভিনেত্রী ববিতার নামে ভুয়া ফেসবুক আইডি খোলা হয়েছিল। সেই আইডি থেকে অভিনেত্রীর মৃত্যুর খবর ছড়িয়ে পড়েছিল। সম্প্রতি নন্দিত অভিনেতা আলমগীরের নামে একাধিক গ্রুপ খোলার বিষয়টি সামনে আনেন তার মেয়ে আঁখি আলমগীর। 

হুমায়ূন আহমেদের জনপ্রিয় নাটক ‘কোথাও কেউ নেই’-এ বকুল চরিত্রে অভিনয় করে পরিচিতি লাভ করেন মিমি। ১৯৯২ সালে আজিজুর রহমানের ‘দিল’ চলচ্চিত্রের মাধ্যমে বড়পর্দায় তাঁর অভিষেক হয়। অভিনয়ের পাশাপাশি নাটক পরিচালনা করেছেন। নব্বইয়ের দশকের জনপ্রিয় এই অভিনেত্রী একসময় বাংলাদেশ শিল্পকলা একাডেমির পরিচালক হিসেবেও নিযুক্ত ছিলেন।

ইএইচ/