images

বিনোদন

দর্শকদেরও দায়িত্ব আছে: আইশা খান  

রাফিউজ্জামান রাফি

১৭ নভেম্বর ২০২৪, ০৬:১৬ পিএম

আগামী ২৯ নভেম্বর প্রেক্ষাগৃহে আসছে বিপ্লব হায়দার পরিচালিত সিনেমা ‘ভয়াল’। এতে অভিনয় করেছেন জনপ্রিয় অভিনেত্রী আইশা খান। উপস্থাপনা, অভিনয়ে মুগ্ধতা ছড়ানো এ অভিনেত্রীর সঙ্গে ‘ভয়াল’ আলাপ জমেছিল ঢাকা মেইলের। 

আগামী ২৯ নভেম্বর ‘ভয়াল’ আসছে। কেমন বোধ করছেন? 
নিজের কোনো কাজ নিয়েই আমি খুব উত্তেজিত থাকি না। বেশি আশাবাদীও হই না। আমার ভয় চিন্তা শুটিংয়ের সময় কাজ করে। শুটিং শেষ আমার ভাগের কাজ শেষ। এখানেও সেরকম। একটি কাজ আমার হাতে থাকে পারফরমেন্স পর্যন্ত। সেখানে শতভাগ দেওয়ার চেষ্টা করেছি। বাকিটুকু দর্শকের ওপর ছেড়ে দিয়েছি। তারা কীভাবে গ্রহণ করছেন সেটা দেখার বিষয়। কাজটি কেমন হলো এটা তাদের বিবেচনা। 

ai

ছবিটি নিয়ে প্রত্যাশা কী? 
আমার প্রত্যাশা— দর্শক সিনেমাটি হলে গিয়ে দেখুক। কাজটি দেখার মতো কি না— তারা সিদ্ধান্ত নিক। তাদের ওপর ছেড়ে দিতে চাই। সবকিছুর দায়ভার যদি আমি নেই তাহলে তো হবে না। দর্শকদেরও দায়িত্ব আছে।

যেহেতু মনের ভেতর বেশি মাতামাতি কাজ করে না তবে কি অন্যদের তুলনায় মানসিকভাবে ম্যাচিউর আপনি? 
এটা ম্যাচিউরিটি কি না জানি না। ছোটবেলা থেকে কাজ করছি। সে কারণে হয়তো আমার ভেতর উত্তেজনাটা কম। হয়তো অভ্যস্ত হয়ে গেছি যে পরীক্ষা দেওয়ার পর রেজাল্ট আসবেই। ভাল হোক খারাপ হোক মেনে নিতে হবে। তাই হয়তো অন্য ধরনের অনুভূতি কাজ করে না।

9117a02f-b72a-4729-94d4-921b81622031

এই সিনেমায় আপনার চরিত্রটি কেমন, প্রস্তুতি কেমন ছিল? 
প্রস্তুতি নেওয়ার সময় ছিল না। মাত্র দশ দিন পেয়েছিলাম। এ কারণে একটু দ্বিধাগ্রস্থ ছিলাম। পরিচালককে অনুরোধ করেছিলাম শুটিং পেছানোর। কারণ গল্পটি খুব সুন্দর আর আমার চরিত্রটি বেশ স্পর্শকাতর। তাই আরও কিছুদিন সময় চেয়েছিলাম যেন পারফর্ম করতে সুবিধা হয়। কিন্তু শুটিং পেছানো সম্ভব ছিল না। ফলে প্রস্তুতি ছাড়াই যেতে হয়।তবে কাজের সময় নির্মাতা এবং আমার সহশিল্পীরা ইরফান সাজ্জাদ ভাই, ছন্দা (গোলাম ফরিদা ছন্দা) আপুসহ সবাই সাহায্য করেছেন। খাসিয়া পুঞ্জির পরিবেশও চরিত্রটায় রূপদান করতে আমাকে সাহায্য করেছে।

‘দরদে’র সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে ‘ভয়াল’-এর? 
‘দরদ’ তো ভাইয়ার (শাকিব খান) সিনেমা। তার সিনেমা তার কাছে সন্তানের মতো। আমাদের সিনেমা ‘ভয়াল’ও আমাদের কাছে সেরকম। তবে প্রতিদ্বন্দ্বিতা হিসেবে দেখছি না। আমরা যারা এক জায়গায় কাজ করছি প্রতিযোগিতার মনোভাব থাকলে হয়তো কাজ ভালো হবে না। এটা আমার ব্যক্তিগত মতামত।  আমি শিল্পী। কাজটাকে শিল্প হিসেবে দেখছি। ওই জায়গা থেকে প্রতিযোগিতার মনোভাব আমার ভেতরে নেই। ‘তুফান’ দেখে ভালো লেগেছিল। ‘দরদ’ দেখে নিশ্চয়ই সেরকম ভালো লাগবে। কেননা ট্রেলার দেখেছি। ভালো লেগেছে। শাকিব ভাইয়া কি দ্বৈত চরিত্রে অভিনয় করেছেন নাকি তার ভেতর অনেকগুলো সত্তা—  কৌতূহলী হয়েছি। যেহেতু কাজের ব্যস্ততা রয়েছে তাই শিগগির যেতে পারব না তবে এ মাসেই দেখার চেষ্টা করব। নিজেদের কাজ যদি নিজেরাই না দেখি তাহলে কীভাবে বুঝব ইন্ডাস্ট্রি এগিয়েছে নাকি পিছিয়েছে। এটা জানার জন্য হলেও একে অপরের কাজ দেখা উচিত। সম্মান ও সমর্থন করা উচিত।

f342539c-4c53-4f53-9460-0811aa45e80c

সিনেমা নিয়ে কি আলাদা কোনো স্বপ্ন কাজ করে? 
এরকম কিছু না। গল্প ভালো হলে নাটক, ওটিটি, সিনেমা যে মাধ্যমই হোক আমি আগ্রহী। তবে আমার ব্যক্তিগত পছন্দ হচ্ছে ফেস্টিভ্যাল ভিত্তিক সিনেমা। কেন যেন মনে হয় সিনেমাগুলো একটু বেশি-ই যত্ন নিয়ে বানানো হয়। এ ধরনের সিনেমাগুলোতে কাজ করতে আমার ভেতরে এক ধরনের আগ্রহ কাজ করে। এছাড়া মনে করি আমি যেহেতু একজন পারফর্মার। পারফরম্যান্সের দিকে মনোযোগ দেওয়াই আমার বেশি জরুরী। সেটাই করার চেষ্টা করছি।

বর্তমান ব্যস্ততা…
নাটকের শুটিং চলছে। বেশ কিছু কাজ মুক্তির অপেক্ষায় আছে। সময়মতো আপডেট দর্শক পেয়ে যাবেন।

আরআর