images

বিনোদন

কেন সিনেমার প্রস্তাব ফিরিয়ে দিলেন দীপ্তি?

বিনোদন ডেস্ক

২৮ আগস্ট ২০২৪, ১১:৪৬ এএম

বৈষম্য বিরোধী আন্দোলন চলাকালীন একটি টক শোয়ের মাধ্যমে আলোচনায় আসেন উপস্থাপক দীপ্তি চৌধুরী। মন জয় করে নেন সাধারণ মানুষের। তারই ধারাবাহিকতায় দীপ্তির দুয়ারে আসে সিনেমার প্রস্তাব। তবে ফিরিয়ে দিয়েছেন দীপ্তি। নায়িকা হতে চান না তিনি। 

আরও পড়ুন: সাড়ে ৫০০ মানুষকে ত্রাণ দিয়েছেন চিকন আলী

দেশের অন্যতম প্রযোজনা সংস্থা জাজ মাল্টিমিডিয়া নিজেদের একটি সিনেমার জন্য নায়িকা হিসেবে চেয়েছিল দীপ্তিকে। কিন্তু অভিনয়ে আগ্রহ নেই দীপ্তির। 

437714458_122165860472032035_6829375792887864264_n

সংবাদমাধ্যমকে বলেন, আমার সঙ্গে তাদের সরাসরি যোগাযোগ হয়নি। একটি মাধ্যমে আমাকে প্রস্তাব পাঠিয়েছেন। তাদের শ্রদ্ধা জানিয়ে বলেছি, সিনেমায় অভিনয় করতে আগ্রহী নই। অনেক আগে থেকেই আমার দর্শন, অভিনয় করতে চাই না। একেবারে ভবিষ্যতের কথা তো আমরা কেউ-ই বলতে পারি না। তবে মনে হয় না অভিনয় করব।
এর আগে বিষয়টি নিয়ে জাজের কর্ণধার আজিজ জানিয়েছিলেন, সমাজের বাস্তব চিত্র নিয়ে নতুন একটি সিনেমা করতে যাচ্ছেন। গল্প-স্ক্রিপ্ট লিখছেন, সেটি জন্য নতুন একজন মুখ খুঁজছেন। এতে দীপ্তি চৌধুরীকে নায়িকা বানাতে চান।

আরও পড়ুন: ৪০০ পরিবারকে খাবার দিলেন জোভান

বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালীন সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক মেজাজ হারিয়ে উপস্থাপিকা দীপ্তির ওপর ক্ষিপ্ত হন। পুরো অনুষ্ঠানে বেশ কয়েকবার উপস্থাপিকার ওপর নিজের ক্ষোভ ঝাড়েন এবং উচ্চবাচ্য করেন। স্টুডিও ছাড়ার আগেও দীপ্তিকে নেতিবাচক মন্তব্য করেন। এরপর থেকেই সবার মুখে মুখে ফিরতে থাকে দীপ্তির নাম।