বিনোদন ডেস্ক
২৭ আগস্ট ২০২৪, ০৩:২২ পিএম
উজান থেকে নেমে আসা ঢল ও ভারী বর্ষণে প্লাবিত বাংলাদেশের দক্ষিণাঞ্চল। ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, কুমিল্লাসহ বেশ কয়েকটি জেলায় প্রবল বন্যায় বিপর্যস্ত। খড়কুটোর মতো ভেসে গেছে বসতভিটা। মাথার ওপর আকাশ ছাড়া কোনো ছাদ নেই সেখানে। সেই ছাদও অনিরাপদ করে দিয়েছে টানা বৃষ্টি। একটু আশ্রয়ের খোঁজা দিশেহারা বন্যা কবলিতরা। সামাজিক মাধ্যম সয়লাব সেসব ছবিতে।
এমন পরিস্থিতিতে মানুষের দাঁড়াতে এগিয়ে এসে দেশের শিল্পী সমাজ। যে যার জায়গা থেকে হাত বাড়িয়েছেন সহায়তার। কৌতুক অভিনেতা চিকন আলীও আছেন এই দলে। সাড়ে পাঁচ শ মানুষকে ত্রাণ দিয়েছেন তিনি। সংবাদমাধ্যমকে এ অভিনেতা নিজেই জানিয়েছেন বিষয়টি।
তিনি বলেন, ‘কিছু মানুষের পাশে তো থাকতে পেরেছি এতেই শান্তি। তারা সেখানে আমাকে দেখে অনেক খুশিও হয়েছেন। কিন্তু বন্যার পানিতে তারা অনেক কষ্টে আছেন।’
আরও বলেন,‘বুক পর্যন্ত পানিতে নেমে ত্রাণ দিয়েছি। এখন আমার শরীরের চুলকাচ্ছে। বন্যার পানি অনেক নোংরা। নিজের চোখে দেখেছি যেখান দিয়ে নৌকা যাচ্ছে সেখানেই মলমূত্র ভেসে যাচ্ছে। কিছু করার নাই। এসবের মধ্য থেকে মানুষ কোনোভাবে বেঁচে রয়েছে। একটা বড় অভিজ্ঞতা হচ্ছে, ওই এলাকায় মানুষের টাকার অভাব নাই। আমাদের চেয়েও অনেক টাকার মালিক তারা। কিন্তু ধনী হয়ে লাভ নাই। সব পানিতে তলিয়ে গেছে।’
চিকন আলী বলেন, ‘সেখানকার প্রতিটি মানুষের ত্রাণ দরকার। অধিকাংশরাই মেইন শহরে ত্রাণ দিয়ে চলে যাচ্ছে। কিন্তু আমি স্থানীয় কিছু তরুণদের সাহায্য নিয়ে একেবারে প্রত্যন্ত গ্রাম পর্যন্ত গিয়েছি। দেখেছি নারী, শিশু এবং বয়স্করা অসহায় হয়ে কাতরাচ্ছেন। এসব দেখে আমার মধ্যে একটা ট্রমা কাজ করছে। আসলে ঢাকায় বসে আমরা ফেসবুক বা নিউজে যা দেখেছি বাস্তবে আরও সেখানে আরও ভয়ঙ্কর অবস্থা।’
এ অভিনেতা জানান, নোয়াখালীর সোনাইমুড়ির সাড়ে ৫০০ মানুষের হাতে তিনি ত্রাণ তুলে দিয়েছেন তিনি। ফাণ্ড গঠন করে চিড়া, গুড়, চিপস, চাল, মুড়ি বিশুদ্ধ পানি নিয়ে নিজে গিয়ে বন্যার্তদের হাতে ত্রাণ তুলে দিয়েছেন।