images

শিক্ষা

ভর্তি পরীক্ষা কঠিন প্রতিযোগিতা, মানসিক চাপ দেওয়া অনুচিত: ঢাবি উপাচার্য

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৮ পিএম

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষের ব্যবসায় শিক্ষা অনুষদের আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষা শনিবার (৬ ডিসেম্বর) অনুষ্ঠিত হয়। মোট ১,০৫০টি আসনের বিপরীতে এই পরীক্ষায় অংশ নিয়েছেন ৩৪,০৬২ জন শিক্ষার্থী।

পরীক্ষাকেন্দ্র পরিদর্শনকালে উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমদ খান বলেন, ‘পরীক্ষাটি অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে একটি আসনের জন্য গড়ে ৩৩ জন পরীক্ষার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন, যা অত্যন্ত কঠিন একটি প্রতিযোগিতার ইঙ্গিত দেয়।’

তিনি অভিভাবকদের উদ্দেশে বলেন, ‘ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে সন্তানদের ওপর কোনো ধরনের মানসিক চাপ তৈরি করা উচিত নয়। মনে রাখতে হবে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়াই জীবনের একমাত্র লক্ষ্য হতে পারে না। প্রতিটি শিক্ষার্থীরই আলাদা সক্ষমতা থাকে; সেটিকে চিহ্নিত করে সামনে এগিয়ে যাওয়ার সুযোগ দিতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশা, প্রো-ভাইস চ্যান্সেলর (শিক্ষা) অধ্যাপক ড. মামুন আহমেদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. এম জাহাঙ্গীর আলম চৌধুরী, বিজনেস স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. মাহমুদ ওসমান ইমাম এবং প্রক্টর সাইফুদ্দীন আহমদ।

ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ছাড়াও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, খুলনা বিশ্ববিদ্যালয় ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে একইসঙ্গে এই ভর্তি পরীক্ষার আয়োজন করা হয়।

উল্লেখ্য, ব্যবসায় শিক্ষা শাখার জন্য ৯৩০টি, বিজ্ঞান শাখার জন্য ৯৫টি এবং মানবিক শাখার জন্য ২৫টি আসন রয়েছে।

এম/এফএ