images

শিক্ষা

রোববার থেকে শুরু প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা 

নিজস্ব প্রতিবেদক

০৬ ডিসেম্বর ২০২৫, ০৩:৪৬ পিএম

প্রাথমিক বিদ্যালয়ের বার্ষিক পরীক্ষা আগামীকাল রবিবার (৭ ডিসেম্বর) থেকে শুরু হতে যাচ্ছে। শিক্ষক দাবি বাস্তবায়ন পরিষদ ও বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সংগঠন ঐক্য পরিষদের যৌথ সিদ্ধান্ত অনুযায়ী এদিন থেকে সব শ্রেণির বার্ষিক পরীক্ষা অনুষ্ঠিত হবে।

শনিবার (৬ ডিসেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে উভয় সংগঠন জানায়, কোমলমতি শিক্ষার্থীদের কথা বিবেচনা করে আগামীকাল থেকে বার্ষিক পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত ‘কমপ্লিট শাটডাউন’ বা সর্বাত্মক কর্মবিরতির কর্মসূচি স্থগিত করা হয়েছে। 

তারা আগামী কর্মসূচি সম্পর্কে আলোচনার পর আরও জানাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করে।

সহকারী শিক্ষকদের ন্যায্য তিন দফা দাবি আদায়ের জন্য শিক্ষকরা গত ৩ ডিসেম্বর থেকে সারাদেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়গুলোতে কর্মবিরতি কর্মসূচি পালন করে আসছিলেন।

এম/এএইচ