নিজস্ব প্রতিবেদক
০৬ ডিসেম্বর ২০২৫, ১২:১০ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা ইউনিটের (বাণিজ্য অনুষদ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা আজ শনিবার সকাল ১১টা থেকে দেশের ৮টি কেন্দ্রে একযোগে শুরু হয়েছে। ক্যাম্পাসজুড়ে সকাল থেকেই বাড়তে থাকে ছাত্র-ছাত্রী ও অভিভাবকদের ভিড়। কেন্দ্রে ভর্তিচ্ছুদের প্রবেশের পর বাইরে তাদের অপেক্ষমাণ বাবা-মায়েদের দীর্ঘ লাইন দেখা গেছে।
শনিবার (০৬ ডিসেম্বর) সকাল ১১টার পর ঢাবির ক্যাম্পাসে সরেজমিনে হাজার হাজার শিক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি লক্ষ্য করা যায়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানিয়েছে, এ বছর ব্যবসায় শিক্ষা ইউনিটে মোট আসন ১,২৫০টি। এসব আসনের জন্য আবেদন করেছেন প্রায় ৪০ হাজার শিক্ষার্থী। অর্থাৎ প্রতি আসনের বিপরীতে প্রতিযোগিতা করছেন ৩২ জন।
পরীক্ষা শুরুর আগে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও সংশ্লিষ্ট ইউনিটের কর্মকর্তারা বিভিন্ন কেন্দ্র ঘুরে নিরাপত্তা ও আয়োজন পরিদর্শন করেন।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের একজন শিক্ষক জানায়, এবার আবেদনকারীর সংখ্যা গত বছরের তুলনায় কিছুটা বেড়েছে। ব্যবসায় শিক্ষা ইউনিটে শিক্ষার্থীদের আগ্রহ সবসময়ই বেশি। পরীক্ষার স্বচ্ছতা নিশ্চিত করতে আমরা সব ধরনের ব্যবস্থা নিয়েছি। সার্বিকভাবে পরীক্ষা শান্তিপূর্ণভাবে চলছে।
কেন্দ্রগুলোতে নিয়োজিত দায়িত্বশীল শিক্ষকরা জানান, এ বছর প্রশ্নপত্র ফাঁসসহ কোনো ধরনের অনিয়ম ঠেকাতে শক্ত নিরাপত্তা বলয় গড়ে তোলা হয়েছে। পরীক্ষাকক্ষে ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ করা হয়েছে।
পরীক্ষা দিতে আসা এক শিক্ষার্থী রাফি আহমেদ বলেন, বাণিজ্য অনুষদে পড়ার জন্য আমি দীর্ঘদিন ধরে প্রস্তুতি নিয়েছি। প্রতিযোগিতা অনেক বেশি, তবুও ভালো কিছু হবে বলে আশা করছি।
একজন অভিভাবক শাহনাজ পারভীন, যিনি বাইরে দাঁড়িয়ে সন্তানের জন্য অপেক্ষা করছিলেন। তিনি বলেন,
বাচ্চারা সারা বছর কষ্ট করে পড়াশোনা করেছে। ভর্তিযুদ্ধে তাদের সাফল্য চাই। প্রতিযোগিতা যে কত কঠিন—তা এখানে দাঁড়িয়ে বুঝতে পারছি।
বিশ্ববিদ্যালয় প্রশাসন জানিয়েছে, পরীক্ষা শেষ হওয়ার পর নির্ধারিত সময়ে ফল প্রকাশ করা হবে। উত্তরপত্র মূল্যায়নে প্রযুক্তি ব্যবহারসহ সব ধরনের সতর্কতা নেওয়া হচ্ছে বলে নিশ্চিত করেছে কর্তৃপক্ষ।
এমআর/এএস