নিজস্ব প্রতিবেদক
০৮ নভেম্বর ২০২৫, ১১:০৮ এএম
তিন দফা দাবিতে দেশের বিভিন্ন জেলা থেকে আসা প্রাথমিক শিক্ষকদের অবস্থান কর্মসূচিতে উত্তাল হয়ে উঠেছে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনার এলাকা। শনিবার (৮ নভেম্বর) সকাল থেকে সারাদেশের কয়েক শতাধিক প্রাথমিক শিক্ষক শহীদ মিনার প্রাঙ্গণে অনির্দিষ্টকালের জন্য অবস্থান ধর্মঘট শুরু করেছেন। তাদের দাবি, প্রাথমিক শিক্ষকরা শিক্ষা-ব্যবস্থার মূল ভিত্তি হলেও দীর্ঘদিন ধরে তাদের বেতন-ভাতা, পদোন্নতি ও সুযোগ-সুবিধা উপেক্ষিত হচ্ছে।
বক্তারা বলেন, শিক্ষা জাতির মেরুদণ্ড হলেও সেই মেরুদণ্ড গড়ার প্রধান কারিগরদের অবস্থা আজ দুর্বিষহ। সীমিত বেতনে অনেক শিক্ষক পরিবার চালাতে হিমশিম খাচ্ছেন, সন্তানদের ভালো স্কুলে পড়ানো তো দূরের কথা, ন্যূনতম প্রয়োজনও মেটাতে পারছেন না।
এ সময় বক্তারা তিন দফা দাবি তুলে ধরেন। দাবিগুলো হলো—
১. সহকারী শিক্ষকদের ১০ম গ্রেডে উন্নীতকরণ ও বাস্তবায়ন
২. সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে শতভাগ পদোন্নতির ব্যবস্থা
৩. সিলেকশন গ্রেড ও টাইম-স্কেলসহ সব আর্থিক সুবিধা নিয়মিতকরণ
বক্তারা আরও বলেন, পৃথিবীর অনেক দেশে প্রাথমিক শিক্ষকদের সম্মান ও বেতনমান উচ্চ হলেও বাংলাদেশে তারা সবচেয়ে কম সুবিধা ভোগ করছেন। একই যোগ্যতা ও কাজের পরও অন্যান্য সরকারি ক্যাডার ও পদমর্যাদার তুলনায় প্রাথমিক শিক্ষকরা বৈষম্যের শিকার।

শিক্ষকরা জানান, এসব দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। শহীদ মিনার থেকেই তারা অঙ্গীকার করেন— দাবি পূরণ না হওয়া পর্যন্ত কেউ পিছু হটবেন না। তারা বলেন, শিক্ষা উপদেষ্টা নিজেও স্বীকার করেছেন প্রাথমিক শিক্ষকদের বেতন কাঠামো যুগোপযোগী করতে হবে এবং সেই ঘোষণার বাস্তব রূপ দেখতে চান আন্দোলনরত শিক্ষকরা।
শিক্ষক নেতাদের দাবি, অবহেলিত প্রাথমিক শিক্ষকদের প্রাপ্য সম্মান ও সুবিধা নিশ্চিত করা হলে শিক্ষার মান আরও বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ প্রজন্ম উপকৃত হবে।
এএইচ/এফএ