নিজস্ব প্রতিবেদক
০৩ নভেম্বর ২০২৫, ০৬:১২ পিএম
ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের পরীক্ষার খাতা মূল্যায়নে অনিয়মের অভিযোগ উঠেছে। রোববার (২ নভেম্বর) রাতে ঢাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে খাতার ছবি ছড়িয়ে পড়লে বিষয়টি নিয়ে সমালোচনা শুরু হয়।
জানা গেছে, ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির ছাত্রী রাবাইয়া তাসনিম পরমা রাত আনুমানিক ২টার দিকে ফেসবুকে “jackpot” ক্যাপশন দিয়ে ম্যানেজমেন্ট বিভাগের প্রথম বর্ষের পরীক্ষার খাতার ছবি স্টোরিতে পোস্ট করেন। এরপর থেকেই শিক্ষার্থীদের মধ্যে তীব্র প্রতিক্রিয়া দেখা দেয়।
অনেক শিক্ষার্থী ধারণা করছেন, ওই খাতাগুলো রাবাইয়া তাসনিম নিজেই মূল্যায়ন করছিলেন। সমালোচনার মুখে তিনি দাবি করেন, তার নানা সাত কলেজের একজন শিক্ষক এবং তিনিই খাতাগুলো মূল্যায়নের দায়িত্বে আছেন; পরমা শুধু তার কাজ দেখছিলেন।

তবে শিক্ষার্থীরা অভিযোগ করেছেন, ওই শিক্ষক বয়সজনিত কারণে খাতা মূল্যায়নের কাজ নাতনির হাতে ছেড়ে দিয়েছেন এবং উভয়ে এর পারিশ্রমিক ভাগাভাগি করছেন। এতে শুধু খাতা মূল্যায়নের সুষ্ঠুতা নয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সুনামও প্রশ্নবিদ্ধ হচ্ছে বলে অভিযোগ শিক্ষার্থীদের।

এক শিক্ষার্থী ক্ষোভ প্রকাশ করে বলেন, “আমরা সারাবছর পরিশ্রম করে পরীক্ষা দিই। কিন্তু যদি অন্য বিশ্ববিদ্যালয়ের কেউ আমাদের খাতা দেখে, তাহলে আমাদের মেধার মূল্যায়ন কোথায়?”
আরেকজন শিক্ষার্থী বলেন, “সাত কলেজে প্রতি বছর গণহারে ফেল করানো হয়। এখন বুঝতে পারছি এর পেছনে কী ধরনের অনিয়ম চলে। অনেক শিক্ষক ইচ্ছাকৃতভাবে শিক্ষার্থীদের ফেল করিয়ে খাতা ‘ইমপ্রুভ’-এর নামে অর্থ আদায় করেন। শিক্ষা এখন নৈতিকতার নয়, বাণিজ্যের অংশ হয়ে গেছে।”
শিক্ষার্থীদের মতে, এমন ঘটনার দ্রুত তদন্ত হওয়া প্রয়োজন এবং দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে।
এম/এআর