নিজস্ব প্রতিবেদক
০২ নভেম্বর ২০২৫, ০১:২০ পিএম
স্বতন্ত্র সব ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবিতে ২১তম দিনের মতো অবস্থান কর্মসূচি পালন করছেন শিক্ষকরা।
রোববার (২ অক্টোবর) জাতীয় প্রেস ক্লাবের সামনে শিক্ষকদের অবস্থান কর্মসূচি পালন করতে দেখা যায়।
এ সময় বক্তারা বলেন, মাদরাসা জাতীয়করণের ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে এমপিওভুক্ত পর্যায়ে আছে। যা প্রধান উপদেষ্টার স্বাক্ষর হওয়ার পর এমপিওভুক্ত হবে। কিন্তু গত ৩ মাস ধরে তা স্বাক্ষর না হওয়ায় শিক্ষকরা হতাশ। তারা অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাগুলো এমপিওভুক্তির জন্য অতিদ্রুত বিজ্ঞপ্তি প্রকাশ করার জন্য আহ্বান জানান।
শিক্ষকদের দাবিগুলো হলো
জানুয়ারি সরকারের ঘোষিত সিদ্ধান্ত অনুযায়ী অনুদানভুক্ত ও অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জাতীয়করণের ঘোষণা দ্রুত বাস্তবায়ন, শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগ থেকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে পাঠানো এমপিওভুক্তকরণের ফাইলগুলো দ্রুত অনুমোদন ও প্রজ্ঞাপন আকারে প্রকাশ, স্বীকৃতিপ্রাপ্ত অনুদানবিহীন সব স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসাকে এমপিওভুক্তির আবেদনের সুযোগ দিতে বিজ্ঞপ্তি প্রকাশ।
প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসায় প্রাক-প্রাথমিক শিক্ষকের পদ সৃষ্টি, এবং প্রাথমিক শিক্ষা অধিদফতরের মতো স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসার জন্য আলাদা অধিদপ্তর স্থাপন।
এএসএল/এমআর