images

শিক্ষা

৯ বছর পর চবি ছাত্রদলের পূর্ণাঙ্গ কমিটি গঠন

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

৩০ অক্টোবর ২০২৫, ০২:১৫ এএম

দীর্ঘ ৯ বছর পর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) ছাত্রদলের ৪২০ সদস্যের পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করেছে কেন্দ্র। 

কমিটিতে সহসভাপতি পদে ৫৫ জন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে ৯২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৬৩ জন এবং সহ-সাংগঠনিক সম্পাদক পদে ৬৪ জন রয়েছেন।

বুধবার (২৯ অক্টোবর) রাতে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ৪২০ সদস্যের এই কমিটি ঘোষণা করা হয়। 

এর আগে ২০১৬ সালের ১৩ অক্টোবর চবি শাখা ছাত্রদলের সর্বশেষ পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছিল। দুই বছরের জন্য করা হলেও সেটি বিলুপ্ত করা হয় ছয় বছর পর ২০২২ সালের ১১ নভেম্বর। 

এর ৯ মাস পর ২০২৩ সালের ১১ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের তৎকালীন ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান ও সাধারণ সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল পাঁচ সদস্যের একটি আংশিক কমিটি ঘোষণা করেন। তখন এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে দপ্তরে জমা দেওয়ার নির্দেশনা থাকলেও গত সোয়া দুই বছরেও তা হয়নি। 

এদিকে ছাত্রদলের গঠনতন্ত্র অনুযায়ী, বিশ্ববিদ্যালয় শাখা কমিটির মেয়াদ থাকে সর্বোচ্চ দুই বছর। সে হিসেবে চবি ছাত্রদলের আংশিক কমিটির মেয়াদ শেষ হওয়ার আড়াই মাস পর পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হলো।

চবি ছাত্রদলের সর্বশেষ আংশিক কমিটিতে সভাপতি হিসেবে ছিলেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০০৮–০৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মোহাম্মদ আলাউদ্দিন মহসীন এবং সাধারণ সম্পাদক ছিলেন একই বিভাগের ২০০৯–১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল নোমান।

এছাড়া সিনিয়র সহ-সভাপতি ছিলেন অর্থনীতি বিভাগের ২০০৯–১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মামুনুর রশিদ মামুন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন ইতিহাস বিভাগের ২০১১–১২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. ইয়াসিন এবং সাংগঠনিক সম্পাদক ছিলেন দর্শন বিভাগের ২০১৫–১৬ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাজ্জাদ হোসেন হৃদয়। 

তবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (চাকসু) নির্বাচনের আগমুহূর্তে গত ১২ অক্টোবর সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গ ও দায়িত্বে অবহেলার অভিযোগে সিনিয়র সহসভাপতি মামুনুর রশিদ মামুনকে স্থায়ীভাবে বহিষ্কার করে কেন্দ্রীয় ছাত্রদল।

এএইচ