images

শিক্ষা

জবিস্থ মিল্লাতিয়ান্স শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক

২৩ অক্টোবর ২০২৫, ০৯:৫৮ পিএম

তা’মীরল মিল্লাত কামিল মাদরাসা থেকে আগত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ১৯ ও ২০ ব্যাচের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ-২০২৫ এর আয়োজন সম্পন্ন করেছে মিল্লাতিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের শহীদ সাজিদ ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

JU

সোসাইটির সভাপতি তারেকুল ইসলামের সভাপতিত্ব ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইসলামী ছাত্রশিবির জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি রিয়াজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন ছাত্রশিবির জবি শাখার সেক্রেটারি আব্দুল আলিম আরিফ ও বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী এবং হিস্ট্রি ডিপার্টমেন্ট ডিবেটিং ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক নাইমুর রহমান।

প্রধান অতিথির বক্তব্যে ছাত্রশিবির জবি শাখার সভাপতি রিয়াজুল ইসলাম বলেন, মাদরাসার শিক্ষার্থীরা মেধা ও যোগ্যতায় সবসময় এগিয়ে থাকা সত্ত্বেও তাদেরকে নানা রকমের বৈষম্যের শিকার হতে হয়। কিন্তু বর্তমান সময়ে বিশ্ববিদ্যালগুলোতে মাদরাসা থেকে আগত শিক্ষার্থীরা প্রমাণ করেছে তারাও কোনো অংশে কম নয়। বিশেষত তা’মীরুল মিল্লাতের শিক্ষার্থীরা এক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।’

Ju1

বিশেষ অতিথির বক্তব্যে ইতিহাস বিভাগের সাবেক শিক্ষার্থী ও হিস্ট্রি ডিপার্টমেন্ট ডিবেটিং সোসাইটির সাধারণ সম্পাদক নাইমুর রহমান বলেন, ‘অতীতে আমরা মিল্লাত থেকে আগত শিক্ষার্থীদের একত্রীকরণের জন্য প্লাটফর্ম শুরু করার উদ্যোগ গ্রহণ করলেও বিগত ফ্যাসিস্ট সরকারের ছাত্র সংগঠন ছাত্রলীগের (বর্তমানে নিষিদ্ধ) ট্যাগিং কালচারের কারণে আমরা সফল হইনি। কিন্তু ৫ আগস্ট পরবর্তী সময়ে অনুজরা সোসাইটি গঠন করে এত সুন্দর একটি অনুষ্ঠান বাস্তবায়ন করায় তাদেরকে ধন্যবাদ।

নবীনদের মধ্যে আইন বিভাগের শিক্ষার্থী আদিল বাদশা আল কাফি বলেন, বিশ্ববিদ্যালয় আমাদের কাছে নতুন একটি জায়গা। এখানে এসে আমাদের তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসার ভাই-বোনদের দেখা পেয়ে আমরা সত্যিই আনন্দিত। নবীনবরণের মাধ্যমে আমাদেরকে সংবর্ধিত করার জন্য ‘মিল্লাতিয়ান সোসাইটি অব জগন্নাথ ইউনিভার্সিটি’র সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাই। আশা করি সামনের দিনগুলোতে এরকম কার্যক্রম তারা চালু রাখবে।

JU2

সোসাইটির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বলেন, বিগত স্বৈরাচার আমলে মিল্লাত থেকে আগত সাধারণ শিক্ষার্থীরা তাদের মিল্লাতিয়ান পরিচয় দিতে পারতো না । কেননা এতে করে ছাত্রলীগ ধরেই নিত, মিল্লাত থেকে এসেছে মানেই সে শিবির এবং তার ওপর নির্যাতন-নিপীড়ন চালানো হতো। ৫ আগস্ট পরবর্তী সময়ে এখন আমরা সকলেই নিজেদের পরিচয় দিতে পারছি এজন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি।

অনুষ্ঠানে তা’মীরুল মিল্লাত থেকে আগত ২০২৩-২৪ ও ২০২৪-২৫ শিক্ষাবর্ষের প্রায় অর্ধশতাধিক নবীন শিক্ষার্থীকে ক্রেস্ট প্রদানের মাধ্যমে বরণ করে নেওয়া হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের সাবেক শিক্ষার্থী সৌরভ আমানসহ মিল্লাত থেকে আগত বিভিন্ন ব্যাচের সাবেক-বর্তমান শিক্ষার্থীবৃন্দ।

এএইচ