images

শিক্ষা

ঘোষণার নয় মাসেও জাতীয়করণ হয়নি, ক্ষুব্ধ স্বতন্ত্র মাদরাসা শিক্ষকরা

নিজস্ব প্রতিবেদক

২৩ অক্টোবর ২০২৫, ০২:৩৯ পিএম

সরকারি ঘোষণার নয় মাস পার হলেও স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলোর জাতীয়করণ প্রক্রিয়া শুরু না হওয়ায় ক্ষোভে উত্তপ্ত হয়ে উঠেছেন দেশের শিক্ষকরা। জাতীয় প্রেসক্লাবের সামনে টানা ১১ দিন ধরে অবস্থান কর্মসূচি পালন করছেন তারা।

বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে জাতীয় প্রেসক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসা শিক্ষক ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির ব্যানারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তারা জানান, সরকার গত ২৮ জানুয়ারি ২০২৫ তারিখে পর্যায়ক্রমে স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসাগুলো জাতীয়করণের ঘোষণা দিয়েছিল। কিন্তু ঘোষণার নয় মাস পেরিয়ে গেলেও এখনো কোনো প্রজ্ঞাপন জারি হয়নি। তারা বলেন, ১০৮৯টি মাদরাসার ফাইল প্রধান উপদেষ্টার কার্যালয়ে এমপিওভুক্তির অনুমোদনের অপেক্ষায় রয়েছে, কিন্তু তিন মাসেও সেই অনুমোদন মেলেনি।

শিক্ষক নেতারা অভিযোগ করেন, এই বিলম্বে হাজারো শিক্ষক পরিবার মানবেতর জীবনযাপন করছেন। তারা সরকারের প্রতি আহ্বান জানান, অবিলম্বে জাতীয়করণের প্রজ্ঞাপন জারি করে দীর্ঘদিনের অনিশ্চয়তা দূর করা হোক।

বক্তারা আরও বলেন, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবতেদায়ী মাদরাসায় প্রাক-প্রাথমিক পদ সৃষ্টি ও পৃথক অধিদফতর স্থাপন এখন সময়ের দাবি। তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দাবি বাস্তবায়ন না হওয়া পর্যন্ত তাদের আন্দোলন চলবে।

দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে প্রেসক্লাবের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়, যা পল্টন ও ফকিরাপুল ঘুরে আবার প্রেসক্লাব এলাকায় এসে শেষ হয়। মিছিলে অংশ নেওয়া শিক্ষকরা সরকারের ঘোষণার দ্রুত বাস্তবায়নের দাবিতে স্লোগান দেন।

আন্দোলন বাস্তবায়ন কমিটির পক্ষ থেকে জানানো হয়, সরকারের পক্ষ থেকে ২৩ অক্টোবর বিকেল ৫টার মধ্যে কোনো আশ্বাস না পেলে আগামী রোববার (২৬ অক্টোবর) তারা মাদরাসা শিক্ষা অধিদফতর অভিমুখে পদযাত্রা করবেন।

সমাবেশে সভাপতিত্ব করেন কমিটির আহ্বায়ক মো. সামছুল আলম এবং সঞ্চালনা করেন সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আল-আমিন। প্রধান অতিথি ছিলেন ঐক্যজোটের চেয়ারম্যান কাজী মোখলেছুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপদেষ্টা জয়নাল আবেদীন জিহাদি, ঐক্যজোটের মহাসচিব মো. সামছুল আলম, শিক্ষক সমিতির মহাসচিব মো. তাজুল ইসলাম ফরাজী, সাবেক মহাসচিব মাওলানা আব্দুর রউফসহ দেশের বিভিন্ন জেলার শিক্ষক-শিক্ষিকারা।

সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আল-আমিন বলেন, সরকারের ঘোষণায় আমরা আস্থা রেখেছিলাম। কিন্তু বারবার আশ্বাস দিয়েও কোনো বাস্তব পদক্ষেপ না আসায় শিক্ষকরা বাধ্য হয়ে রাজপথে নেমেছেন। দাবিগুলো বাস্তবায়ন না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন চালিয়ে যাব।

সমাবেশে অংশ নেওয়া শিক্ষকরা জানান, দীর্ঘদিন ধরে বেতন-ভাতা না পাওয়ায় তারা চরম আর্থিক সংকটে রয়েছেন। অনেকেই পরিবার নিয়ে রাজধানীতে অবস্থান করছেন।

আন্দোলন বাস্তবায়ন কমিটির দফতর থেকে জানানো হয়েছে, সরকারের পক্ষ থেকে স্পষ্ট ঘোষণা না আসা পর্যন্ত দৈনিক অবস্থান কর্মসূচি অব্যাহত থাকবে। তারা সরকারের প্রতি অনুরোধ জানিয়েছেন, দ্রুত প্রজ্ঞাপন জারি করে জাতীয়করণ প্রক্রিয়া সম্পন্ন করা হোক, যাতে শিক্ষক সমাজ স্বস্তি ফিরে পায় এবং প্রাথমিক শিক্ষাব্যবস্থায় স্থিতিশীলতা আসে।

এএইচ/এইউ