নিজস্ব প্রতিবেদক
২৩ অক্টোবর ২০২৫, ০১:০১ পিএম
গুচ্ছ ভর্তি পরীক্ষার ভবিষ্যৎ দিকনির্দেশনা ঠিক করতে আজ বৃহস্পতিবার (২৩ অক্টোবর) বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনে (ইউজিসি) বসছে উপাচার্যদের গুরুত্বপূর্ণ সভা। এ বৈঠকে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি প্রক্রিয়ার আনুষ্ঠানিক সমাপ্তির পাশাপাশি পরবর্তী শিক্ষাবর্ষের প্রস্তুতি নিয়েও সিদ্ধান্ত নেওয়া হবে।
ইউজিসি সূত্রে জানা গেছে, চলতি শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম প্রায় শেষ। অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে ক্লাস ও পরীক্ষা শুরু হয়ে গেছে। হাতে গোনা কিছু আসন খালি থাকলেও সেগুলো পূরণের সুযোগ এখন আর নেই। তাই ভর্তি কার্যক্রমের প্রশাসনিক দিকগুলো চূড়ান্ত করতেই মূলত এ সভা আহ্বান করা হয়েছে।
সভায় ২০২৫-২৬ শিক্ষাবর্ষের গুচ্ছ ভর্তি পরীক্ষার সময়সূচি নিয়েও আলোচনা হবে। কমিশনের কর্মকর্তারা জানান, ফেব্রুয়ারিতে জাতীয় নির্বাচন ও এরপর রমজান থাকায় নির্ধারিত সময়ে পরীক্ষা আয়োজন কঠিন হতে পারে। তাই মার্চ বা এপ্রিল মাসে ভর্তি পরীক্ষা নেওয়ার সম্ভাবনাই বেশি।
ইউজিসি সূত্র আরও জানিয়েছে, গত বছর গুচ্ছ পদ্ধতিতে ১৯টি বিশ্ববিদ্যালয় যুক্ত ছিল। এবার নতুন পাঠদানের অনুমতি পাওয়া আরও কয়েকটি বিশ্ববিদ্যালয় এ প্রক্রিয়ায় যোগ দিতে আগ্রহী। পাশাপাশি, পূর্বে গুচ্ছ থেকে বেরিয়ে যাওয়া পাঁচটি উচ্চশিক্ষা প্রতিষ্ঠানও পুনরায় অংশ নিতে পারে বলে আশা করা হচ্ছে।
গুচ্ছ ভর্তি কমিটির আহ্বায়ক ও মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আনোয়ারুল আজীম আখন্দ বলেন, আজকের সভায় মূলত ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রমের চূড়ান্ত অবস্থা পর্যালোচনা করা হবে। পাশাপাশি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তি প্রক্রিয়া কীভাবে সাজানো যায়, সে বিষয়েও আলোচনা হবে।
এএসএল/এইউ