images

শিক্ষা

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদধারী শিক্ষকদের তথ্য চেয়েছে মাউশি

নিজস্ব প্রতিবেদক

২২ অক্টোবর ২০২৫, ১০:৫০ এএম

দারুল ইহসান বিশ্ববিদ্যালয়ের সনদ দিয়ে নিয়োগ পাওয়া নন-এমপিও শিক্ষকদের তথ্য পাঠানোতে নির্দেশ দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

সম্প্রতি মাউশির সহকারী পরিচালক এসএম মোসলেম উদ্দিন স্বাক্ষরিত এক চিঠিতে এ তথ্য চাওয়া হয়েছে। 

চিঠিতে বলা হয়, চলতি বছরের সেপ্টেম্বর মাসের এমপিও কমিটির সভার সিদ্ধান্ত এবং শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদধারী শিক্ষকদের তথ্য আগামী ১০ কর্মদিবসের মধ্যে ই-মেইলে পাঠাতে হবে।

চিঠিতে আরও বলা হয়, নির্ধারিত ছক অনুযায়ী জেলার নাম, শিক্ষকের নাম ও পদবী, কর্মস্থল, যোগদানের তারিখ, দারুল ইহসান বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত সনদ ও ক্যাম্পাসের নাম এবং পরবর্তী সময়ে সংশ্লিষ্ট বিষয়ে অন্য কোনো সনদ অর্জনের তথ্য দিতে হবে।

এএসএল/এএস