images

শিক্ষা

ইউজিসির সদস্য তানজিমের পদত্যাগ দাবি সাত কলেজের শিক্ষার্থীদের

নিজস্ব প্রতিবেদক

২১ অক্টোবর ২০২৫, ১০:৫৬ পিএম

বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. তানজিম উদ্দিন খানের পদত্যাগ চেয়েছেন রাজধানীর সরকারি সাত কলেজের শিক্ষার্থীরা। 

মঙ্গলবার (২১ অক্টোবর) বিকেলে শিক্ষা মন্ত্রণালয়ে ‘প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রকাশিত খসড়ার উপর অংশীজনের মতামত’ বৈঠকে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার চৌধুরীর কাছে এ পদত্যাগ দাবি করেন শিক্ষার্থীরা। বৈঠক শেষে একাধিক শিক্ষার্থী বিষয়টি নিশ্চিত করেছেন। 

15361
সভায় ইউজিসি কর্মকর্তাদের সঙ্গে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত 

 

সাত কলেজ থেকে প্রতিনিধিরা বৈঠকে উপস্থিত ছিলেন। তাদের মধ্যে রয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংগঠক ও ঢাকা কলেজের শিক্ষার্থী মোহাম্মদ রাকিব, ঢাকা কলেজের শিক্ষার্থী মো. তানভীর, পিয়াস আলী, সোহেল রানা আনসারী, ইডেন মহিলা কলেজের ইকরা জাহাঙ্গীর, সাদিয়া আলমগীর, মারিয়া হক শৈলীসহ প্রমুখ। 

সাংবাদিকদের মোহাম্মদ রাকিব বলেন, কিছু ব্যক্তি উদ্দেশ্যপ্রণোদিতভাবে প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া সঙ্গে যুক্ত রয়েছেন, যারা বিশ্ববিদ্যালয়ের কাজকে বাধাগ্রস্ত করছেন। আমরা বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়ায় অধ্যাপক তানজিম উদ্দিনকে দেখতে চাই না এবং তার পদত্যাগ চাই। 

15364
সভায় ইউজিসি কর্মকর্তাদের সঙ্গে প্রতিষ্ঠানগুলোর প্রতিনিধিরা। ছবি: সংগৃহীত 

 

রকিব বলেন, অধ্যাপক তানজিম উদ্দিনের আচার আচরণ দেখে মনে হচ্ছে তিনিই সর্বসেরা এবং তিনি যেটা বলেন সেটাই ঠিক, আর বাকিগুলো সঠিক নয়। তিনিই একমাত্র স্টেক হোল্ডার, আর কেউ নাই। প্রস্তাবিত ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রক্রিয়া থেকে তাকে সরাতে হবে, না হয় তার পদত্যাগের জন্য যা যা করা দরকার শিক্ষার্থীরা তাই করবে।

শিক্ষার্থীরা বলেন, বিশ্ববিদ্যালয়ের মডেল নিয়ে যে, তর্ক বিতর্ক চলছে। তার সমাধানে সরকারকে নতুন একটি কমিটি করতে হবে। যাতে সরকার ভালোভাবে জানতে পারে, শিক্ষার্থীরা কী চায়। পুরাতন যারা রয়েছে তারা সরকারকে বুঝতে দিচ্ছে না শিক্ষার্থীরা কী চায়। পুরাতন লোকজন থাকলে আবারও তর্কবির্তক হবে। সেজন্য আমরা চাই নতুনদের হাত ধরে কমিটি হোক।

তারা বলেন, আমরা চেয়েছি সমস্যার সমাধান, কিন্তু কলেজকে বিসর্জন করতে চাই না। সকল স্টেক হোল্ডারদের এবং অধিকাংশ শিক্ষার্থীর মতামত বাস্তবায়ন হোক।

এসএইচ/ক.ম