images

অর্থনীতি

ভোজ্যতেলের দাম বৃদ্ধির আশা ব্যবসায়ীদের, সিদ্ধান্ত আজ

নিজস্ব প্রতিবেদক

০৭ ডিসেম্বর ২০২৫, ১০:৫১ এএম

কয়েক মাস ধরে ভোজ্যতেলের দাম বৃদ্ধির পাঁয়তারা করছে আমদানিকারক ও বাজারজাতকারী কোম্পানিগুলো। সরকারের সম্মতি না পাওয়ায় ঝুলে আছে সিদ্ধান্ত। গত বৃহস্পতিবার আমদানিকারকদের সঙ্গে ভোজ্যতেলের দামের বিষয়ে বৈঠক করেছে সরকার। নির্ধারিত সময়ের অনেক পরে অনুষ্ঠিত বৈঠকে ভৈাজ্যতেলের দাম বাড়ানো বা কমানোর বিষয়ে কোনও সিদ্ধান্ত হয়নি।

রোববার (৭ ডিসেম্বর) আবার বৈঠক ডেকেছে বাণিজ্য মন্ত্রণালয়। বাণিজ্য মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।

সূত্র জানিয়েছে, কর্তৃপক্ষকে না জানিয়ে ভোজ্যতেলের দাম বাড়ানোয় ক্ষুব্ধ হয়েছে সরকার। সরকারের অনুমোদন ছাড়া ভোজ্যতেলের দাম বাড়ানোর উদ্যোগ নেওয়ায় বিষয়ে ব্যবসায়ীদের কাছে কারণ জানতে চাওয়ার পাশাপাশি বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিকেল ৪টার বৈঠকে অংশগ্রহণের জন্য আমন্ত্রণ জানানো হয়।

বৈঠকে সভাপতিত্ব করেছেন বাণিজ্য সচিব মাহবুবুর রহমান। বৈঠকে তীর ব্যান্ডের সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান সিটি গ্রুপের পক্ষে কোম্পানির উপদেষ্টা অমিতাব চক্রবর্তী, ফ্রেশ ব্রান্ডের সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান মেঘনা গ্রুপের পক্ষে কোম্পানির পরিচালক তাসনীম শাহরিয়ার এবং পুষ্টি ব্রান্ডের সয়াবিন তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান টিকে গ্রুপের পক্ষে কোম্পানির বিজনেস ডাইরেক্টর শফিউল আলম তাসলীমসহ অন্যরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সূত্র জানিয়েছে, বাণিজ্য সচিব মাহবুবুর রহমান প্রধান উপদেষ্টার দফতরে অন্য একটি বৈঠকে অংশ নেওয়ায় বিকেল ৪টার বৈঠক নির্ধারিত সময়ের অনেক পরে শুরু হলেও সচিবের ব্যস্ততার কারণে অল্প সময় পরে বৈঠকটি শেষ করতে বাধ্য হন কর্তৃপক্ষ।

বাণিজ্য মন্ত্রণালয় সূত্র জানিয়েছে, ৭ ডিসেম্বর রোববার বিকালে আবারও একই বিষয়ে ভোজ্যতেল কোম্পানির প্রতিনিধিদের বৈঠকে উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

এমআর/এএস