images

অর্থনীতি

‘উন্নয়নকে টেকসই করতে জ্ঞান-প্রযুক্তি-দক্ষতার সমন্বয় জরুরি’

জ্যেষ্ঠ প্রতিবেদক

০৬ ডিসেম্বর ২০২৫, ০৪:০৩ পিএম

জ্ঞান, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় ছাড়া কোনো দেশের উন্নয়ন টেকসই হতে পারে না— এমন মত দিয়েছেন শিক্ষাবিদ, গবেষক ও নীতিনির্ধারকরা। 

জীবনব্যাপী শিক্ষা, জ্ঞানভিত্তিক অর্থনীতি এবং টেকসই সমাজ গঠনের প্রয়োজনীয় কাঠামো নিয়ে আয়োজিত এক জাতীয় সেমিনারে বক্তারা বলেন, দক্ষ মানবসম্পদই জ্ঞানভিত্তিক অর্থনীতির ভিত্তি, আর প্রযুক্তিগত সক্ষমতা ও নীতিমালা উন্নয়নকে দীর্ঘমেয়াদি ভিত্তি দেয়।

শনিবার (৬ ডিসেম্বর) ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের উদ্যোগে এবং স্বপ্নপুরী কল্যাণ সংস্থার সহযোগিতায় শনিবার অনুষ্ঠিত সেমিনারে বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর, শিক্ষক, গবেষক, লেখক, আইনজীবী ও প্রযুক্তি বিশেষজ্ঞসহ বিভিন্ন পেশার ব্যক্তিরা অংশ নেন।

সিজিডির নির্বাহী পরিচালক সাইদুল ইসলামের পরিচালনায় এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. শাহজাহান খানের সভাপতিত্বে উদ্বোধনী বক্তব্য দেন সহকারী অধ্যাপক ও গবেষক মু. আবিদুর রহমান আবেদ। 

মূল প্রবন্ধ উপস্থাপন করেন গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক, লেখক ও চিন্তাবিদ মুহাম্মদ ওমর ফারুক। তিনি বাংলাদেশের প্রেক্ষাপটে জীবনব্যাপী শিক্ষা, জ্ঞানভিত্তিক অর্থনীতির সুযোগ-চ্যালেঞ্জ এবং একটি টেকসই সমাজ গঠনের প্রয়োজনীয় দিকগুলো বিশদভাবে তুলে ধরেন।

প্রধান অতিথির বক্তব্যে ইস্টার্ন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ফরিদ এ. সোবহানী বলেন, ‘জীবনব্যাপী শিক্ষা দক্ষ মানবসম্পদ তৈরির পূর্বশর্ত, আর দক্ষতা-জ্ঞান-প্রযুক্তির সমন্বয়ই উন্নয়নকে টেকসই করে।’ 

তিনি আরও বলেন, নীতিমালা, প্রযুক্তিগত সক্ষমতা ও সামাজিক সচেতনতার সমন্বয়ে বাংলাদেশ একটি শক্তিশালী অর্থনীতিতে পরিণত হতে পারে।

সভাপতির বক্তব্যে প্রফেসর ড. শাহজাহান খান বলেন, জীবনব্যাপী শিক্ষা শুধু কর্মসংস্থানের মানই বাড়ায় না, বরং জাতীয় উন্নয়নকে ভবিষ্যত-নিরাপদ করে তোলে।

সেমিনারে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের স্কুল অব বিজনেসের অধ্যাপক ও আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মোহাম্মদ জহির রায়হান, আইনজীবী ও রাজনীতিবিদ ব্যারিস্টার নাসরিন সুলতানা মিলি এবং এশিয়ান ইউনিভার্সিটি অব বাংলাদেশের সরকার ও রাজনীতি বিভাগের চেয়ারম্যান প্রফেসর মো. জাকির হোসেন।

প্যানেল আলোচনায় অংশ নেন সুইজারল্যান্ডের আইবি এডুকেটর ও গবেষক জাকির হোসেন, শিক্ষাবিদ ড. মো. নুরুল ইসলাম, নর্থ সাউথ ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক ড. কাজী মো. মোস্তাফিজুর রহমান, সুপ্রিম কোর্টের আইনজীবী আব্দুল আজিজ ভুইয়া ও মাল্টিমিডিয়া ও আইটি বিশেষজ্ঞ ফাহিম ফয়সাল।

গ্লোবাল নলেজ ফাউন্ডেশনের চেয়ারম্যান রাবেয়া আক্তার সমাপনী বক্তব্য দেন। পরে অংশগ্রহণকারীদের সনদ প্রদান করা হয়।

টিএই/এএইচ