জ্যেষ্ঠ প্রতিবেদক
০৫ নভেম্বর ২০২৫, ০৮:৪৭ পিএম
রফতানি অনুমোদন (ইএক্সপি) ফরমে ঘোষণা ছাড়াই ই-কমার্স রফতানি করার সীমা দ্বিগুণ করা হয়েছে। নতুন নির্দেশনা অনুযায়ী, ঘোষণা ছাড়া ই-কমার্স রফতানি করার সীমা ১ হাজার মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা নির্ধারণ করেছে কেন্দ্রীয় ব্যাংক। এই সীমা আগে ছিল ৫০০ মার্কিন ডলার বা সমপরিমাণ বৈদেশিক মুদ্রা।
বুধবার (৫ নভেম্বর) বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রানীতি বিভাগ থেকে এ সংক্রান্ত পৃথক দুটি নির্দেশনা জারি করা হয়েছে। এসব নির্দেশনার ফলে ক্ষুদ্র ও ই-কমার্স রফতানিকারকেরা ডিজিটাল পদ্ধতিতে রফতানি লেনদেন পরিচালনায় উৎসাহিত হবেন।
বাংলাদেশ ব্যাংক নির্দেশনায়, ডিজিটাল পদ্ধতিতে মূল্য প্রত্যাবাসন কাঠামো সম্প্রসারণ করেছে। নতুন নির্দেশনা অনুযায়ী, যেসব রফতানির ক্ষেত্রে রফতানি অনুমোদন (ইএক্সপি) ফরমে ঘোষণা প্রয়োজন হয় না, সেসব রফতানির আয় এখন বাংলাদেশ ব্যাংকের লাইসেন্স প্রাপ্ত মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস প্রোভাইডার (এমএফএসপি) এবং পেমেন্ট সার্ভিস প্রোভাইডার (পিএসপি)-এর মাধ্যমে দেশে আনা যাবে। এই পদক্ষেপ ক্ষুদ্র ও অনলাইন রফতানিকারকদের জন্য রফতানি আয় গ্রহণের প্রক্রিয়াকে আরও সহজ করবে। বিশেষ করে স্বল্প মূল্যের রফতানির ক্ষেত্রে এই প্রক্রিয়া আরও সহজ হলো।
অনুমোদিত ডিলার ব্যাংকগুলোকে এসব লেনদেন নিয়ন্ত্রণ কাঠামোর শর্তাবলীর মেনে সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে। এর আগে, এমএফএসপি ও পিএসপি প্রতিষ্ঠানগুলো শুধুমাত্র তথ্যপ্রযুক্তি সম্পর্কিত সেবা রফতানির আয় দেশে আনতে পারত। নতুন প্রজ্ঞাপন জারির ফলে, তাদের কার্যপরিধি এখন স্বল্প মূল্যের পণ্য রফতানি আয় প্রত্যাবাসন পর্যন্ত সম্প্রসারিত হয়েছে।
এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন খাত সংশ্লিষ্টরা। তাদের মতে, নতুন পদক্ষেপ রফতানি প্রক্রিয়া আধুনিকীকরণ, ক্ষুদ্র ও ডিজিটাল রফতানিকারকদের ক্ষমতায়ন এবং বৈদেশিক মুদ্রা প্রবাহকে আনুষ্ঠানিক চ্যানেলের মাধ্যমে সম্পাদনে শক্তিশালী করতে সহায়তা করবে।
টিএই/এআর