জেলা প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৫, ০৫:৩২ এএম
রংপুরের তারাগঞ্জে মোটরসাইকেল-ইজিবাইক সংঘর্ষে ইজিবাইকের চালক নিহত হয়েছেন।
শনিবার (৬ ডিসেম্বর) বিকেল সাড়ে ৫টার দিকে রংপুর-দিনাজপুর মহাসড়কের ব্রাদার্স হিমাগারের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইজিবাইক চালকের নাম গোলাম মোস্তফা (৪৫)। উপজেলার কুর্শা ইউনিয়নের উত্তর রহিমাপুর জয়বাংলা এলাকার ইসহাক আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয়রা জানান, তারাগঞ্জ থেকে ইজিবাইক নিয়ে রংপুর-দিনাজপুর মহাসড়ক দিয়ে নিজ বাড়ি যাচ্ছিলেন গোলাম মোস্তফা। ব্রাদার্স হিমাগারে সামনে সড়ক পার হওয়ার সময় পেছন থেকে আসা একটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। তখন গোলাম মোস্তফা সড়কে ছিটকে পড়েন। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।
তারাগঞ্জ হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান বলেন, মোটরসাইকেল-ইজিবাইক (ব্যাটারিচালিত অটো) সংঘর্ষে ইজিবাইকের চালক নিহত হয়েছেন। পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে। মোটরসাইকেলটি জব্দ করা হয়েছে এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন আছে।
প্রতিনিধি/ এমইউ